National Commission for Women: ‘প্রাণ বাঁচাতে ৪ দিনের সন্তানকে কোলে নিয়ে পালান মা’, যন্ত্রণার কথা শুনে স্তব্ধ জাতীয় মহিলা কমিশন
National Commission for Women: চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা মালদহে আশ্রয় শিবিরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন। মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকাগুলিও পরিদর্শন করেন।

কলকাতা: মালদহে আশ্রয় শিবিরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন। গিয়েছিলেন মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায়ও। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আর রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা বললেন, ঘর জ্বালানো হয়েছে। লুঠ হয়েছে। ভয় দেখানো হয়েছে। বাংলার সরকারকে দ্রুততার সঙ্গে ঘটনার তদন্তের আবেদন জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। এমনকি, রাজ্যের মহিলা কমিশনকে হিংসাকবলিত এলাকা পরিদর্শনের বার্তাও দিলেন তিনি।
ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের একাধিক এলাকায় গোলমাল হয়। ভাঙচুর চালানো হয়। গাড়ি-বাড়িতে আগুন ধরানো হয়। প্রাণ বাঁচাতে গঙ্গা পেরিয়ে অনেকে মালদহের বৈষ্ণবনগরে স্কুলে আশ্রয় নেন। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন।
চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা মালদহে আশ্রয় শিবিরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন। মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকাগুলিও পরিদর্শন করেন।
এদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে বিজয়া রাহাতকর বলেন, “সাম্প্রদায়িক হিংসায় সবচেয়ে খারাপ অবস্থা হয় মহিলা ও শিশুদের। বহু বাড়ি ভাঙচুর করা হয়েছে। আগুন ধরানো হয়েছে। লুঠ করা হয়েছে। এই হিংসার প্রভাব পড়েছে মহিলাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর।”
মহিলাদের যন্ত্রণার কথা তুলে ধরে তিনি বলেন, “যেভাবে মহিলাদের উপর হামলা হয়েছে, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, তা অকল্পনীয়।” সবার সুরক্ষা এবং ন্যায় সুনিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
এক প্রসূতির কথা তুলে ধরে বিজয়া রাহাতকর বলেন, “চারদিন আগে মা হয়েছেন, এমন মহিলা প্রাণ বাঁচাতে সন্তানকে নিয়ে ছুটে পালিয়ে এসেছেন। এটা ভাবতে পারেন।” তিনি বলেন, মহিলারা তাঁদের জানিয়েছেন, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। তাঁদের আর কিছু নেই। হিংসাকবলিত এলাকায় বিএসএফ যেভাবে শান্তি ফেরানোর চেষ্টা করেছে, তার প্রশংসা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।
দ্রুত পদক্ষেপের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। হিংসাকবলিত এলাকা পরিদর্শনের জন্য রাজ্য মহিলা কমিশনকে বার্তা দিলেন বিজয়া রাহাতকর। তিনি বলেন, “অন্তত তাঁদের কাছে গিয়ে সমবেদনা জানান। গিয়ে বলুন, আমরা আপনাদের পাশে রয়েছি। এটা আপনাদের কর্তব্য।” রাহাতকর জানান, জাতীয় মহিলা কমিশন কেন্দ্রকে তাদের রিপোর্ট দেবে। সেই রিপোর্টের একটি কপি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজিপিকে পাঠাবে। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।

