
কালীঘাট: খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন। ভরদুপুরে ভাবনীপুরে সোনার কারিগরকে একের পর এক কোপ! মৃত্যু সৌমেন ঘরা (৩৫) নামে সোনার এলাকারই এক সোনার কারিগরের। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি দোকানের সামনের অংশের শেড ভেঙে যাওয়া থেকেই ঝামেলার সূত্রপাত। তা নিয়েই পিকলুর সঙ্গে ঝামেলা শুরু হয়। বচসা মুহূর্তেই হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, এরইমধ্যেই সৌমেনকে ধারাল অস্ত্র দিয়ে কোপের পর কোপ মারতে থাকে পিকলু। পেট ও বুক দিয়ে গলগল করে বের হতে থাকে রক্ত। রক্তে ভেসে যায় ভবানীপুরের বেণী নন্দন স্ট্রিট।
চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারা। ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে পিকলু। আশঙ্কাজনক অবস্থায় সৌমেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন।
এলাকার এক বাসিন্দা বলছিল, “একটা বড় গাড়ি যাচ্ছিল। সেটা একটা দোকানে ঠেকে যায়। তা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। তারপরই তো মারামারি হতে দেখলাম। ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মেরেছে। বেশ কয়েকজন ছিল। সবাই পালিয়ে গিয়েছে। সৌমেন তখন রাস্তায় পড়ে। ওদের দোকানের কর্মীরা এসে ধরাধরি করে ওকে নিয়ে যায়।”
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীঘাট থানার পুলিশ। খুনের কেস দায়ের করে তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই একটি সিসি ক্যামেরার ফুটেজও সামনে এসেছে। সেখানে এক ব্যক্তিকে ছুটে পালাতে দেখা যাচ্ছে। সেই ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। পিকলুর খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।