Kolkata: হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় যুবক, রুমে যুবতীকে দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা

Young woman dead body recovered: তদন্তকারীরা প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে তাঁদের বয়ান রেকর্ড করেছে। খুনের নেপথ্যে কী কারণ, তা জানার চেষ্টা করছে পুলিশ। পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে। ওই যুবকের হদিশ পাওয়া গেলে অনেক কিছুই জানা যাবে বলে পুলিশের ধারণা।

Kolkata: হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় যুবক, রুমে যুবতীকে দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা
নারকেলডাঙায় যুবতীকে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 16, 2026 | 3:00 PM

কলকাতা: বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছিলেন এক যুবক। তারপরই যুবতীকে ডেকেও সাড়া না পেয়ে রুমে ঢুকে চমকে উঠলেন প্রতিবেশীরা। রুমে ঢুকে যুবতীকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি নারকেলডাঙা থানার শিববতলা লেনের। মৃতার নাম পুষ্পা কুমারী (২২)। প্রতিবেশীদের দাবি, বুধবার বিকেল থেকে কোনওরকম সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ওই যুবতীর। ঘরে ঢুকে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। উদ্ধার করে NRS হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শিবতলা লেনের ছোট্ট ভাড়া ঘরে পরিবারের সঙ্গে থাকতেন পুষ্পা কুমারী। বছর দুয়েক আগে তাঁরা এই ভাড়াবাড়িতে আসেন। এক প্রতিবেশীর বক্তব্য, পুষ্পর বাবা রাজ নারায়ণ শিয়ালদহ এলাকায় কাজ করেন। প্রতিদিন সকালে বেরিয়ে যান, রাতে ঘরে ফেরেন। প্রতিদিনের মতো বুধবারও পুষ্পা কুমারী ঘরে একাই ছিলেন। দুপুরের পর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা রুমে ঢোকেন। কম্বল চাপা দেওয়া অবস্থায় পুষ্পাকে দেখতে পান তাঁরা। পুষ্পার বাবাকে খবর দেওয়া হয়। সকলে মিলে NRS হাসপতালে নিয়ে গেলে পুষ্পা কুমারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার যুবতীর মৃতদেহের ময়নাতদন্ত হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গলায় কিছু আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে যুবতীকে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুষ্পাদের রুমটি সিল করেছে পুলিশ।

এক প্রতিবেশীর দাবি, ঘটনার দিন দুপুরে এক যুবক পুষ্পা কুমারীদের বাড়িতে এসেছিলেন। ওই যুবক সম্পর্কে পুষ্পার ভাই। ওই যুবক চলে যাওয়ার পরই পুষ্পাকে ঘরের ভিতরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে পুষ্পার ওই ভাইয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতিবেশীদের বক্তব্য, ওই যুবককে এর আগেও একাধিকবার পুষ্পাদের ভাড়াবাড়িতে আসতে দেখা গিয়েছে।

তদন্তকারীরা প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে তাঁদের বয়ান রেকর্ড করেছে। খুনের নেপথ্যে কী কারণ, তা জানার চেষ্টা করছে পুলিশ। পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে। ওই যুবকের হদিশ পাওয়া গেলে অনেক কিছুই জানা যাবে বলে পুলিশের ধারণা।