
কলকাতা: পাসপোর্ট করতে চেয়েছিলেন। সেজন্য জমা দিয়েছিলেন জন্ম শংসাপত্র। সেই জন্ম শংসাপত্র পরীক্ষা করতে গিয়েই সন্দেহ হয় আধিকারিকদের। শেষপর্যন্ত পাসপোর্টের জন্য ভুয়ো জন্ম শংসাপত্র জমা দেওয়ায় এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন (SCO)। ধৃত যুবকের নাম মৌসম খান।
ধৃত মৌসম খানের বাড়ি চারুমার্কেট এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৌসম খান কিছু দিন আগেই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। বিভিন্ন নথির সঙ্গে নদিয়ার চাপড়া থেকে তৈরি জন্ম শংসাপত্র জমা দেন। নথি দেখে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। জমা করা জন্ম শংসাপত্র যাচাই করে তদন্তকারীরা জানতে পারেন সেটা ভুয়ো। তারপরই গতকাল ভুয়ো নথি জমা করায় মৌসমকে গ্রেফতার করে এসসিও।
ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, টাকার বিনিময়ে চাপড়া থেকে ভুয়ো জন্ম শংসাপত্রটি তৈরি করেছিলেন মৌসম। ধৃতকে এদিন আদালতে তোলা হলে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই জন্ম শংসাপত্র তৈরির ক্ষেত্রে কোনও চক্র কাজ করছে কি না, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ।
এর আগেও পাসপোর্ট তৈরির জন্য ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ায় একাধিক গ্রেফতারের ঘটনা ঘটেছে। চলতি বছরের মে মাসে মহম্মদ আফতাব আলম নামে রাজাবাগানের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এসসিও। মালদহের মানিকচক থেকে তাঁর জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছিল। মে মাসেই বাদল সাহানি নামে ইকবালপুরের এক যুবককে ভুয়ো জন্ম শংসাপত্র জমা দেওয়ায় গ্রেফতার করা হয়েছিল। গোসাবা পাঠানখালি থেকে ইস্যু হয়েছিল তাঁর জন্ম শংসাপত্রটি। পাসপোর্টের জন্য ভুয়ো জন্ম শংসাপত্র জমা করায় গত বছরের নভেম্বরে পূর্ব বর্ধমানের মেমারির এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল সেখানকার পুলিশ। মৌসমের ঘটনাটি-সহ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, যে এলাকায় আবেদনকারীর বাড়ি, সেখান থেকে অনেক দূরের কোনও জায়গা থেকে তাঁর জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।