
কলকাতা: লস্করের কাছে প্রশিক্ষণ নিয়েছে পাকচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি রানি। গোয়েন্দাদের হাতে এই তথ্য উঠে এসেছে। মুরিদকেতে লস্কর ই তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন জ্যোতি। ১৪ দিন সেখানে থেকেছিলেন, গুপ্তচরদের দিকে জ্যোতিকে প্রশিক্ষণও দেওয়া হয়। গোয়েন্দাদের হাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটা বিশেষ অভিযানে ভারতে তাকে ফেরত পাঠানো হয়েছিল।
তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেফতার করে ফেলে হিসার পুলিশ। জিজ্ঞাসাবাদে সেই শহরের কথা স্বীকার করেছে জ্যোতি। তাকে কোন অভিযানের ভারতে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পহেলগাঁওকাণ্ডে মাস দুয়েক আগেই পাকিস্তানে যায় জ্যোতি। আর সে সময়েই তার প্রশিক্ষণ হয় বলে সূত্রের খবর। গোয়েন্দা সূত্রের খবর, জ্যোতির এই মিশনে অন্ততপক্ষে ২০ জন জড়িত। এই ২০ জনই আবার সামাজিক মাধ্যমে প্রভাবশালী। তদন্তকারীদের নজরে রয়েছে এই ২০ জন। লস্করের যে ঘাঁটিতে প্রশিক্ষণ হয়েছিল জ্যোতির, সেই ঘাঁটি ‘অপারেশন সিঁদুরে’ ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা।
জ্যোতি তিন বার পাকিস্তানে গিয়েছে, একবার গিয়েছে চিনেও। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, বাংলাদেশ গিয়েও ট্রাভেল ব্লগিং করেছে জ্যোতি। কলকাতাতেও ঘুরে গিয়েছে জ্যোতি।