ঠিক যেন আম আদমি! এই কারণেই ঝগড়া হয় সইফ-করিনার…

Sneha Sengupta |

Jul 20, 2024 | 3:59 PM

Kareena-Saif: করিনা কাপুর খান হলেন সইফ আলি খানের দ্বিতীয় পক্ষের স্ত্রী। সইফের চেয়ে বয়সে ১০ বছরের ছোট তিনি। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের অনেক বছর পর করিনার সঙ্গে আলাপ সইফের।

ঠিক যেন আম আদমি! এই কারণেই ঝগড়া হয় সইফ-করিনার...
সইফ-করিনা।

Follow Us

বলিউডের অন্যতম কুল কাপল সইফ আলি খান এবং করিনা কাপুর খান। অনেকের ধারণা, তাঁদের মধ্যে কোনও ঝগড়াই হয় না। কিন্তু এমনটা কী হতে পারে! রান্নাঘরে যদি একই জায়গা বাসন থাকে, ঠোকাঠুকি হবেই! তেমনইভাবে মান-অভিমানের পালা চলতে থাকে সইফ-করিনার মধ্যেও। সেই মান-অভিমানের পালা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। অল্পেই মিটে যায়। জানেন কী-কী কারণে সইফ-করিনা ঝগড়া করেন?

এ যেন আম আদমির বাত! সাধারণ কাপলদের মধ্যে যে বিষয়টিকে নিয়ে বিবাদ হয়, সইফ-করিনার মধ্যেও ঠিক একইভাবে ঝগড়া লাগে। তা হল সময়! সময়কে কেন্দ্র করেই যত গোলমাল। কাজের ব্যস্ততার কারণেই নাকি একে-অপরকে সময় দিতে পারেন না সইফ-করিনা। ফলে ঝগড়া হয়। কিন্তু সেই ঝগড়া ক্ষণস্থায়ী। অল্পেই নাকি মিটে যায়। আসলে করিনাকে খুবই স্নেহ করেন সইফ। তিনি ঝগড়া করার মানুষ নন। অপরদিকে করিনা খুবই মানিয়ে-গুছিয়ে চলেন। ফলে মন কষাকষি হলেও, একে-অপরের প্রতি সম্মানের কারণে, তা দীর্ঘস্থায়ী হয় না।

করিনা কাপুর খান হলেন সইফ আলি খানের দ্বিতীয় পক্ষের স্ত্রী। সইফের চেয়ে বয়সে ১০ বছরের ছোট তিনি। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের অনেক বছর পর করিনার সঙ্গে আলাপ সইফের। তাঁদের প্রেম ছবির সেটে এবং অবিলম্বে বিয়ে। দুই সন্তান তৈইমুর ও জেহকে নিয়ে সুখে সংসার করছেন সইফ-করিনা।

Next Article