গাব্বায় টিম ইন্ডিয়ার ইতিহাস, দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার পর টিম ইন্ডিয়ার ফোকাসে এবার ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ।
নয়া দিল্লি : গাব্বা টেস্টের শেষ একঘণ্টা হার মানাবে আইপিএলের উত্তেজনাকেও। খেলার মেজাজ পেন্ডুলামের মত দুলেছে এক পক্ষ থেকে অপর পক্ষে। শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ভারতকে ঐতিহাসিক টেস্ট জয় এনে দেন ঋষভ পন্থ। অ্যাডিলেড টেস্টের পর দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় শিবির কার্যত মিনি হাসপাতাল। তার মধ্যেই ডনের দেশে নতুন ইতিহাস। ডাউন আন্ডারে উড়ল তেরঙা। ভারতের ঐতিহাসিক জয়ের পরই অভিনন্দনের জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। গাব্বায় ঐতিহাসিক জয়ের পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় ভারতের সাফল্য আমাদের ছুঁয়ে গেছে। সারা সফর জুড়ে ভারত দারুণ এনার্জি আর প্যাশন দেখিয়েছে। দায়বদ্ধতা, জয়ের খিদে দেখেছি টিমের মধ্যে। অভিনন্দন টিম ইন্ডিয়াকে।
We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia. Their remarkable energy and passion was visible throughout. So was their stellar intent, remarkable grit and determination. Congratulations to the team! Best wishes for your future endeavours.
— Narendra Modi (@narendramodi) January 19, 2021
শেষদিনে জিততে হলে ভারতকে করতে হত ৩২৪ রান। শুরু থেকেই জয়ের মানসিকতা নিয়ে নেমেছিলেন শুভমান গিলরা। ভারতীয় দলের মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সানি গাভাসকর। সচিন তেন্ডুলকররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়কে কুর্নিশ জানালেন ভিভ রিচার্ডসও।
For all of us in ?? & across the world, if you ever score 36 or lesser in life, remember: it isn’t end of the world. The spring stretches backward only to propel you forward. And once you succeed, don’t forget to celebrate with those who stood by you when the world wrote you off. pic.twitter.com/qqaTTAg9uW
— Sachin Tendulkar (@sachin_rt) January 19, 2021
You don’t just play & love test cricket for nothing.
Brilliant game. Congratulations India on the win, & Australia for a great series! #Testcricket #AUSvIND
— Sir Vivian Richards (@ivivianrichards) January 19, 2021
নিজের ঢঙে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান।
What an absolutely marvellous victory for our team!!! Stayed up all night to watch it unfold ball by ball. Now will sleep peacefully for a bit and savour this historic moment. Love to all our boys and greatly admire their resilience to power us through to this win. Chak De India!
— Shah Rukh Khan (@iamsrk) January 19, 2021
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার পর টিম ইন্ডিয়ার ফোকাসে এবার ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ।