
রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন শঙ্কর সিংহ। আইএসএফের প্রার্থী বিজয়েন্দু বিশ্বাস। এবার নির্বাচনের হাওয়া সরগরম। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। একুশের ভোটে এই আসনে এগিয়ে বিজেপি।
এক নজরে রানাঘাট উত্তর পশ্চিমের সব আপডেট:
♦ ১৩ রাউন্ড শেষে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় ৭ হাজার ভোটে এগিয়ে।
♦রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে পঞ্চম রাউন্ডের শেষে ৫ হাজার ১৫২ ভোটে এগিয়ে বিজেপি
২০১৬ বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিম
রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে কংগ্রেস প্রার্থী শঙ্কর সিংহ জয়ী হন। তিনি পেয়েছিলেন ১,৯,৬০৭ ভোট। তৃণমূলের পার্থসারথি চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৮৬,১৮৭ ভোট। শঙ্কর সিংহ ২৩৪২০ ভোটে পার্থসারথি চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন। এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি।
মোট ভোটার সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২৪,৩৪,৮৮১ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ২,১০,৭৪৯ জন। এখানকার ২৮৬টি বুথে ৮৬ শতাংশের বেশি ভোট পড়েছিল।
সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: শঙ্কর সিংহ
মোট ভোট: ১,৯,৬০৭
মোট ভোটার: ২৪,৩৪,৮৮১
ভোটার ভোটদান: ৮৬.৫৬ শতাংশ
মোট প্রার্থী: ৬