Saayoni Ghosh: কুন্তলকে চেনেন? কতদিনের পরিচয়? সায়নীকে ছবি-চ্যাট দেখিয়ে প্রশ্ন করতে পারে ED
Saayoni Ghosh: সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এদিন উপস্থিত থাকবেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসাররা। এছাড়াও থাকবেন আরও এক অফিসার।
কলকাতা: তলব করার পর থেকে সায়নী ঘোষ ‘বেপাত্তা’! বাড়ি, অফিস, মিটিং, মিছিল- কোথাও দেখা পাওয়া যাচ্ছে না তাঁকে। আদৌ হাজিরা দেবেন কি না, তাও স্পষ্ট নয়। তবে যুব তৃণমূলের সভানেত্রী সায়নীকে জিজ্ঞাসাবাদ করতে সব প্রস্তুতি সেরে ফেলেছেন তদন্তকারীরা। কী কী প্রশ্ন করা হবে, তাও মোটামুটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের মোবাইল থেকে পাওয়া কিছু ‘চ্যাট’ই সন্দেহ বাড়িয়েছে অফিসারদের। সে কারণেই তলব। তাই সেই ‘চ্যাট’ হাতে নিয়েই এদিন সায়নীকে প্রশ্ন করা হবে বলে সূত্রের খবর।
কারা প্রশ্ন করবেন সায়নীকে?
সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এদিন উপস্থিত থাকবেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসাররা। এছাড়াও ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারও থাকবেন জিজ্ঞাসাবাদ পর্বে। সায়নীর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু সায়নী যদি না যান? সে ক্ষেত্রে দিল্লির সদর দফতরের পরামর্শ নেওয়া হবে বলে সূত্রের খবর। যদি সায়নী সময় চান, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেবে ইডি-র কর্তারা।
কী কী প্রশ্ন থাকবে সায়নীর জন্য?
১. কুন্তল ঘোষকে চিনতেন?
২. কুন্তল ঘোষের সঙ্গে কতদিনের পরিচয়?
৩.কীভাবে চিনতেন কুন্তলকে?
৪. কুন্তল যে দুর্নীতির সঙ্গে জড়িত, জানতেন সে কথা?
৫. যুবনেত্রী হিসেবে কুন্তলের বিরুদ্ধে কখনও কোনও ব্যবস্থা নিয়েছিলেন?
৬. কুন্তলের জীবনযাত্রা, আর্থিক বৃদ্ধি নিয়ে সন্দেহ হয়নি কখনও?
৭. কুন্তল ঘোষ টলিউটে ভিডিয়ো অ্যালবাম বানিয়েছিলেন। বিনোদন জগতে যে কুন্তলের বিনিয়োগ আছে, জানতেন সেটা?
৮. কুন্তল ঘোষ কি আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন?
৯. রাজনীতির বাইরে কুন্তলকে চিনতেন?
সায়নীর সঙ্গে কুন্তলের হোয়াটসঅ্যাপের কথোপকথন দেখিয়ে ব্যাখ্যা চাইতে পারে ইডি। শুধু তাই নয়, কুন্তলের সঙ্গে সায়নীর যোগাযোগ বোঝাতে তাঁদের এক ফ্রেমে থাকা ছবিগুলিও দেখানো হতে পারে সায়নীকে।
কী কী নিয়ে যেতে বলা হয়েছে সায়নীকে?
সম্পত্তি ও আর্থিক লেনদেনের নথি চাওয়া হয়েছে সায়নীর কাছে। সূত্রের খবর ইডি তাঁর কাছে গত ১০ বছরের আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য চেয়েছে। সায়নীর যতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার স্টেটমেন্ট চাওয়া হয়েছে। নেত্রী তথা অভিনেত্রীর কোথায় কতগুলি বাড়ি, জমি, ফ্ল্যাট আছে, সেই তথ্যও জানতে চান তদন্তকারীরা। সায়নীর কতগুলি গাড়ি আছে তাও জানা হবে।