AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বোকা সোডা’ গানে নেচে তৃণার ‘রুচি’ নিয়ে প্রশ্ন, অনুগামী হারাচ্ছেন অভিনেত্রী

Trina Saha Followers: সাদা রঙের ঘাগড়া পরে তৃণাকে পারফর্ম করতে দেখা যায় 'বোকা সোডা' গানের সঙ্গে। তবে সেই গানের কথা এবং সেই গানের সঙ্গে তৃণার নাচ অনেক শ্রোতারই পছন্দ হয়নি। একে-একে অনুগামীও হারাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে TV9 বাংলা কথা বলে তৃণার সঙ্গে।

'বোকা সোডা' গানে নেচে তৃণার 'রুচি' নিয়ে প্রশ্ন, অনুগামী হারাচ্ছেন অভিনেত্রী
তৃণা সাহা।
| Updated on: Jan 20, 2024 | 1:44 PM
Share

সম্প্রতি সিরিয়ালে অভিনয় করতে-করতে অন্য ধরনের কাজের সঙ্গেও যুক্ত হয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। আইটেম গানের সঙ্গে নেচেছেন তিনি। সেই গানটির নাম ‘বোকা সোদা’। গানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য। সাদা রঙের ঘাগড়া পরে তৃণাকে পারফর্ম করতে দেখা যায়। তবে আইটেম গানটির কথা এবং তৃণার নাচ অনেক শ্রোতারই পছন্দ হয়নি। অনেক অনুগামীও হারিয়েছেন তিনি। এ ব্যাপারে TV9 বাংলাকে কী বললেন তৃণা?

‘বোকা সোদা’ গানের ভিডিয়ো নেটদুনিয়ায় অনেকই দেখে ফেলেছেন। এবং গানের কথা শুনে নেটিজ়েনদের একাংশ তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। এক নেটিজ়েন সরাসরি তৃণাকে কটাক্ষও করেছেন। তিনি বলেই ফেলেছেন, “আপনার এমন রুচি জানতাম না। তাই আপনাকে আনফলো করলাম”। একটি গানের সঙ্গে পারফর্ম করে অনুগামী সংখ্যা কমলে বিষয়টা কতখানি বিব্রত করে তৃণাকে? TV9 বাংলাকে তিনি বলেছেন, “এটা তো মানুষের ব্যক্তিগত ব্যাপার। কার কখন কী ভাল লাগে, তা বলাই যায় না। কিছু লোক ভাল বলবে, কিছু খারাপ, সবার সব কিছু নিয়ে বসে থাকলে আমার চলবে না। কিছু মানুষ আমাকে যদি আনফলো করেও, আমি কি আমার কাজ বন্ধ করে দেব। না ইনস্টাগ্রাম ছেড়ে বেরিয়ে আসব। আসলে আজকের দিনে দাঁড়িয়ে রেজ়াল্টের আশা করে কোনও লাভ নেই। কিছু মানুষের ভাল লাগবে কাজ, কিছু মানুষের লাগবে না… এটাই স্বাভাবিক!”

সম্প্রতি ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালে শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন তৃণা। সংসারে অভাব রয়েছে সেই চরিত্রটির। ফলে একটি পানশালায় খোলামেলা পোশাক পরে গান করে সে। এর ঠিক আগেই তৃণাকে দেখা গিয়েছিল লিনা গঙ্গোপাধ্যায়ের দুটি ধারাবাহিকে। একটির নাম ছিল ‘খড়কুটো’, অন্যটির ‘বালিঝড়’। অনেকটা সময় ধরে ‘খড়কুটো’ চলেছে টেলিভিশনের পর্দায়। কিন্তু ‘বালিঝড়’-এর আয়ু ছিল খুবই অল্প। শুরু হওয়ার পরপরই শেষ হয়ে যায় সেই সিরিয়াল। তারপরেই ‘লাভ দিয়ে আজকাল’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছেন তৃণা।