হায়দরাবাদ পুরভোট: ওয়েইসি জিন্নার নয়া অবতার, কটাক্ষ সূর্যের; মিম প্রধানের পাল্টা তোপ, রোহিঙ্গা থাকলে শাহ কি ঘুমাচ্ছেন
আসাদুদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi)) গড় হায়দরাবাদে পৌঁছে এবার হাওয়া গরম করা শুরু করলেন বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya)। সাংসদ সূর্য বলেন, মিম নেতা ভারতের হায়দরাবাদকে ‘পাকিস্তানের হায়দরাবাদ’-এ বদলে ফেলার চেষ্টা করে করছেন
TV9 বাংলা ডিজিটাল: হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু। একদিকে উগ্র জাতিয়তাবাদ, আরেকদিকে কট্টর ইসলামি অনুরাগ। দক্ষিণ ভারতের রাজনীতির বুকে শুরু হয়েছে এক নতুন তরজা। আসাদুদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi)) গড় হায়দরাবাদে পৌঁছে এবার হাওয়া গরম করা শুরু করলেন বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya)। হায়দরাবাদের পুর নির্বাচন উপলক্ষে প্রচারে গিয়েছেন তেজস্বী। সেখানে পৌঁছেই ওয়েইসির বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন বেঙ্গালুরুর সাংসদ।
আগামী ১ ডিসেম্বর বর্ধিত হায়দরাবাদের ১৫০টি পুরসভায় পুরভোট (Hyderabad Civic Poll) অনুষ্ঠিত হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকার হিন্দু ভোটকে টার্গেট করে বহুদিন ধরেই দাঁত ফোটানোর চেষ্টা করে চলেছে বিজেপি। কিন্তু সাংসদ ওয়েইসি নিজের একক আধিপত্য বজায় রেখে এসেছেন। এবার পুরভোটেও একই চেষ্টা বিজেপি করছে। আরও খানিকটা উগ্রভাবে। হায়দরাবাদ পৌঁছে নির্বাচনী প্রচারে ওয়েইসিকে ‘জিন্নাহর নয়া অবতার’ বলে কটাক্ষ করেছেন তিনি।
সাংসদ সূর্য বলেন, “কে আসাদুদ্দিন ওয়েইসি? ওয়েইসি হলেন জিন্নাহর নয়া অবতার। বিজেপিকে দেওয়া আপনাদের এক একটা ভোট ভারত এবং হিন্দুত্বের জন্য। দেশকে আরও শক্তিশালী করার জন্য। ওয়েইসিকে ভোট দেওয়ার অর্থ ভারতের বিরুদ্ধে ভোট দেওয়া এবং যা কিছু ভারতের তার বিরুদ্ধে যাওয়া।“ মিম নেতা ভারতের হায়দরাবাদকে ‘পাকিস্তানের হায়দরাবাদ’-এ বদলে ফেলার চেষ্টা করে করছেন বলেও দাবি করেন তিনি।
এখানেই থেমে না থেকে সূর্যর আরও দাবি, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি, রোহিঙ্গা ও পাকিস্তানিদের ভোটেই ক্ষমতা ধরে রেখেছেন ওয়েইসি। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “জিন্নাহর মতো উগ্র ও বিচ্ছিন্নতাবাদের পথে গিয়ে কেউ নিস্তার পাবে না।“ আসাদুদ্দিন-সহ তাঁর ভাই আকবরউদ্দিনকেও নিশানায় নিয়ে তিনি বলেন, “আমি দুই ভাইকে বলে দিতে চাই, এটা কিন্তু নিজামদের সময় নয়। এটা হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর সময়। আপনারা কেউ টিকতে পারবেন না।“
আরও পড়ুন: কৃষি বিক্ষোভে অগ্নিগর্ভ পঞ্জাব-হরিয়ানা, সীমান্ত সিল করলেন খট্টর, শীতের মধ্যেও চলল জলকামান
গুচ্ছের অভিযোগের পর চুপ করে থাকেননি ওয়েইসিও। তেজস্বীর কথা ধার করেই পাল্টা আক্রমণে শান দিয়ে তিনি বলেছেন, সাহস থাকলে বিজেপি যেন ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ বসবাসকারীদের তালিকা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, “ভোটার তালিকায় যদি ৩০ হাজার রোহিঙ্গা থেকে থাকে তাহলে অমিত শাহ কী করছেন? ঘুমোচ্ছেন নাকি!” বিজেপির বিরুদ্ধে দেশের একতা ভাঙার অভিযোগ তুলে ওয়েইসি বলেন, “আপনারা মসজিদ ভাঙছেন। কিন্তু মনে রাখবেন, আমরা মন্দিরের জন্য ১০ কোটি টাকা সংগ্রহ করে দিয়েছি।“