মুম্বইয়ের সালোঁর বাইরে এক বিদেশি পুরুষের হাত ধরে বেরিয়ে আসতে দেখা যায় বলিউডের অন্যতম স্পষ্টবাদী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। কে সেই পুরুষ? তিনিই কি কঙ্গনার প্রেমিক? তেমনটাই মনে করছেন কঙ্গনার অনুগামীরা। সুদর্শন বিদেশি পুরুষের হাত ধরে বেরিয়ে আসার সময় ‘কুইন’ কঙ্গনার মুখে লেগেছিল মিষ্টি হাসি। সেই হাসি দেখে অনুগামীদের অনুমান, নতুন প্রেমে দারুণ ভাল আছেন অভিনেত্রী।
সেই ছবি নেটমহলে ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে ভক্তদের প্রতিক্রিয়া। কেউ বলেছেন, “হ্যান্ডসমের হাত ধরে বেরিয়ে আসছেন কুইন”। কারও মন্তব্য, “কুইন কঙ্গনার মুখের হাসি দারুণ মিষ্টি লাগছে।” কেউ আবার অভিনেত্রীর জন্য গর্ব অনুভব করে লিখেছেন, “আমরা আপনার জন্য হ্যাপি কঙ্গনা”। কেউ আবার সেই বিদেশি পুরুষের পরিচয় জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সকলেই অভিনেত্রীর জন্য নিজেদের আনন্দ প্রকাশ করেছেন।
গত বছর (২০২২ সালে) অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, সব কিছুরই একটা সময় আছে। বিয়ে করারও আদর্শ সময় আছে। সেই সময়টা এলেই বিয়ে করবেন কঙ্গনা। বলেছিলেন, “আমারও স্বামী চাই, সন্তান চাই। সেই সঠিক সময়ের অপেক্ষায় আছি।”
২০২১ সালের এক সাক্ষাৎকারে কঙ্গনা একই কথা জানিয়েছিলেন, “আমি বিয়ে করতে চাই এবং চাই আমার সন্তান থাকুক। আর ৫ বছর পর নিজেকে এক মা হিসেবে দেখতে চাই আমি। এক স্ত্রী হিসেবে দেখতে চাই। এই সুখবর হয়তো আপনারা শীর্ঘ্রই পাবেন…”
তা হলে কি সেই সুখবর দেওয়ার সময় এসে গিয়েছে কঙ্গনার…?