মোশন পিকচার্সের অ্যাকাডেমি মিউজিয়াম, এই সেপ্টেম্বরেই খুলতে চলেছে লস এঞ্জেলসে
অ্যাকাডেমি মিউজিয়ামের কোর প্রদর্শনীর মধ্যে থাকবে সিনেমা সংক্রান্ত দারুণ সব অজানা তথ্য এবং গল্প। সিনেমার সঙ্গে যুক্ত প্রখ্যাত শিল্পীরা এইসব গল্প পাঠ করবেন।
মোশন পিকচার্সের বহু প্রতীক্ষিত অ্যাকাডেমি মিউজিয়ামের গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে লস এঞ্জেলস- এ। চলতি বছর সেপ্টেম্বরের শেষে খুলে যাবে এই মিউজিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে জাপানের অ্যানিমেটর এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী হায়ায়ো মিয়াজাকি- র অ্যানিমেশনের প্রদর্শনী। সেই সঙ্গে থাকবে বেশ কিছু ভার্চুয়াল অনুষ্ঠান। ২২ এপ্রিল থেকে শুরু হবে এইসব অনুষ্ঠান।
অ্যাকাডেমি মিউজিয়ামের কোর প্রদর্শনীর মধ্যে থাকবে সিনেমা সংক্রান্ত দারুণ সব অজানা তথ্য এবং গল্প। সিনেমার সঙ্গে যুক্ত প্রখ্যাত শিল্পীরা এইসব গল্প পাঠ করবেন। এইসব অভিনেতা-অভিনেত্রীরা কীভাবে অনুপ্রেরণা পেয়েছেন সেই কথাও শোনাবেন তাঁরা। শিল্পের সঙ্গে প্রযুক্তির মিশেলে চলচ্চিত্রের ইতিহাসের কীভাবে বদল হয়েছে, কেমন ভাবে পরিবর্তন হয়েছে সিনেমা দুনিয়ার ধারা, তার প্রভাবই বা কী— সেইসব ম্যাজিক মোমেন্টের সাক্ষী থাকার সুযোগ রয়েছে।
Breaking the Oscars’ Ceiling- এই আলোচনার আয়োজন করেছেন অ্যাকাডেমি মিউজিয়ামের ট্রাস্টি। সেখানে অংশগ্রহণ করবেন Diane von Furstenberg। আর মডারেটর হিসেবে থাকবে Jacqueline Stewart। উল্লেখ্য, ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে অস্কার সেরিমোনি। তার আগেই একের পর এক অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাকাডেমি মিউজিয়াম। সেইসব মহিলাদের সঙ্গে কথা বলা হবে যাঁরা অস্কারের মঞ্চে ঐতিহাসিক মাইলস্টোন পেরিয়েছেন। এই আলোচনায় থাকবেন সোফিয়া লরেন, হুপি গোল্ডবার্গ, মার্লে ম্যাটলিন এবং গায়ক ও গীতিকার Buffy Sainte-Marie।
প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, ২০১৭ সালে খুলবে এই মিউজিয়াম। কিন্তু আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা গিয়েছিল। ফলে পিছিয়ে যায় মিউজিয়ামের উদ্বোধন। মোশন পিকচার্সের এই অ্যাকাডেমি মিউজিয়ামে রয়েছে দু’টি থিয়েটার। ১ হাজার সিটের David Geffen Theater এবং ২৮৮ সিটের Ted Mann Theater। সেখানে পুরনো-নতুন অনেক সিনেমাই দেখানো হবে। ভবিষ্যতের ফিল্মের স্ক্রিনিংও হবে। জমজমাট আয়োজন থাকবে উদ্বোধনী অনুষ্ঠানেও। জাপানের বিখ্যাত অ্যানিমেটর হায়ায়ো মিয়াজাকি- র প্রদর্শনী ছাড়াও সেদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন হলিউডের প্রখ্যাত শিল্পীরা।