উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেশ-বিদেশের লক্ষ লক্ষ পূন্যার্থী রয়েছেন মহাকুম্ভ মেলায়। তেমনই নানা সেলিব্রিটিও রয়েছেন। যেমন বলা যায়, অ্যাপল সংস্থার সহ কর্ণধার স্টিভ জোবসের স্ত্রীর কথা। কিন্তু লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরার, রাফায়েল নাদাল, উসেইন বোল্টের মতো তারকা মহাকুম্ভে! শুধু তাই নয়, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একসঙ্গে পূন্যস্নানে অংশ নিচ্ছেন! আবার টেনিস বিশ্বের দুই কিংবদন্তিও একসঙ্গে ডুব দিচ্ছেন! সঙ্গে অলিম্পিকের রেকর্ড গড়া স্প্রিন্টার উসেইন বোল্টও! এ সত্যিই অকল্পনীয়।
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে একটি ভিডিয়ো। সেখানে এমন দৃশ্যই দেখা যাচ্ছে। AI অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিয়ো। যাঁরা বিষয়টি বুঝতে পারছেন না, এমন ঘটনা বিশ্বাসও করছেন। শুধুই কি ক্রীড়াবিদ? তা কিন্তু নয়। ডোনাল্ড ট্রাম্প, পুতিনদেরও জুরে দেওয়া হয়েছে এই ভিডিয়োতে। রয়েছেন জন সিনাও!
কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এই ভিডিয়ো ইতিমধ্যেই ৬০ লক্ষের বেশি মানুষ দেখে নিয়েছেন। ক্রমে এর ভিউ বাড়ছে। তেমনই নানা মজার মন্তব্য। ইনস্টাগ্রামে এই ভিডিয়োতে কেউ কমেন্ট করেছেন, ‘মাস্টারপিস। দুর্দান্ত ভাবে তৈরি করা হয়েছে।’ আর এক জন লিখেছেন, ‘এই ভিডিয়ো অডিটরকে তো অস্কার দেওয়া প্রয়োজন।’ আবার একজন লিখেছেন, ‘এটা দেখে কী রিঅ্যাকশন দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’ ভিডিয়োটি যে কী স্তরের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, বলার অপেক্ষা রাখে না।