
বিজ্ঞাপন দেখেই আমরা ঝটপট কিনে ফেলি নানা ক্রিম, সিরাম, ফেসপ্য়াক। কোনওটা ত্বকের বলিরেখা কমানোর জন্য, তো কোনওটা আবার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য। কিন্তু এসব কেনার সময়, কী ভেবে দেখেছেন, কোনটা রাতে মাখা ভাল, কোনটা দিনে। অনেক সময়ই প্যাকেটের গায়ে তা লেখা থাকে। তবে বেশ কয়েকটি প্রসাধনী রয়েছে, যা কিন্তু মোটেই দিনে মাখা ভাল নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে।
ভিটামিন সি সিরাম
রূপ বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন সি সিরাম মোটেই দিনে মাখা ভাল নয়। সিরাম মাখার পর রোদে বের হলে ত্বকে পুড়ে যেতে পারে। ফলে ত্বকে কালো ছোপ তৈরি হয়। তাই ভিটামিন সি সিরাম বা অন্য কোনও সিরাম রাতে শোয়ার আগেই মেখে নেওয়া ভাল। এতে সারারাত ধরে ত্বক পুষ্টি পাবে।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল ত্বকের পক্ষে অত্যন্ত ভাল ফলদায়ক। ত্বককে নরম রাখতে। এবং ত্বককে উজ্জ্বল করতে অ্যালোভেরা জেল দারুণ কাজ করে। কিন্তু এই অ্যালোভেরা জেল যদি দিনের বেলায় মাখেন। তাহলে উপকারের থেকে অপকারই বেশি হবে। ত্বক পুড়ে যাবে এবং বলিরেখা পড়বে।
অলিভ অয়েল
ত্বকের জন্য অলিভ অয়েল খুবই উপকারি। কিন্তু রোদের তেজে এই অয়েলই অপকারি হয়ে ওঠে। হ্য়াঁ, ভুলেও দিনের বেলা অলিভ অয়েল মাখবেন না। এতে চামড়া পুড়ে ঘিয়ে কুঁচকে যেতে পারে।