বিয়ের কনেকে কেমন ডিজাইনের মেহেন্দি মানাবে ভাল?

কেমন মেহেন্দির ডিজাইনে সাজতে পারেন তারই কিছু নমুনা দেওয়ার চেষ্টা করলাম আমরা। হয়তো আপনার কাজে লাগবে।

বিয়ের কনেকে কেমন ডিজাইনের মেহেন্দি মানাবে ভাল?
পছন্দ মতো বেছে নিন ডিজাইন।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 2:04 PM

কয়েক বছর আগেও অবাঙালিদের বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি (beauty tips) পরার চল ছিল। কিন্তু এখন বাঙালি কনেরাও মেহেন্দি পরছেন। এমনকি বিয়ের আগে আলাদা করে মেহেন্দির অনুষ্ঠানও হচ্ছে অনেক বাড়িতে। সামনেই যদি আপনার বিয়ের অনুষ্ঠান থাকে, কেমন মেহেন্দির ডিজাইনে সাজতে পারেন তারই কিছু নমুনা দেওয়ার চেষ্টা করলাম আমরা। হয়তো আপনার কাজে লাগবে।

১) ব্রাইডাল ডিজাইন- বিয়ের কনের মেহেন্দি এক কথায় ডিজাইনারদের কাছে ব্রাইডাল ডিজাইন। হাতের পাতে, আঙুল থেকে শুরু করে কনুই পর্যন্ত মেহেন্দির নকশায় ভরিয়ে তোলেন রূপ বিশেষজ্ঞরা। হাত ভর্তি মেহেন্দি পরাই এখন নতুন কনেদের পছন্দ।

২) ময়ূর ডিজাইন- দুই হাতেই মেহেন্দির নকশায় ময়ূর ফুটিয়ে তোলা হয়। যাঁরা ঘন ডিজাইন পছন্দ করেন না, তাঁরা এটা ট্রাই করতে পারেন। ময়ূরের পেখমের নকশায় ভরে উঠবে আপনার হাত।

border-design

বর্ডার ডিজাইন পায়ের ক্ষেত্রে মানাবে ভাল।

৩) ফ্লোরাল ডিজাইন- মেহেন্দির খুব চলতি নকশা হল ফ্লোরাল ডিজাইন। অর্থাৎ হাত ভরে উঠবে ফুল-পাতার নকশায়। অল্প নাকি ঘন কাজের ফ্লোরাল ডিজাইন করাবেন, সে পছন্দের ভার আপনার।

৪) জিওমেট্রিক- ফুল, পাতার মতো ট্র্যাডিশনাল নকশা নয়। হাত ভরিয়ে তুলতে পারেন জ্যামিতিক নকশায়। বিভিন্ন লাইন টেনে আলাদা প্যাটার্নের নকশায় সাজতে পারেন বিয়ের কনে।

৫) বর্ডার- হাতের সঙ্গে সঙ্গে পায়েও মেহেন্দি পরার চল এখন খুব জনপ্রিয়। বর্ডার ডিজাইন পায়ের ক্ষেত্রে মানাবে ভাল। ঠিক যেমন ভাবে আলতা পরা হয়, তেমন ভাবেই মেহেন্দি পরতে পারেন। আবার হাতের পাতার বর্ডারেও চলতে পারে এমন কারুকাজ।

আরও পড়ুন, ত্বক টানটান রাখতে স্ট্রবেরি কীভাবে ব্যবহার করবেন?