AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cosmetic Tattoos: কসমেটিক ট্যাটু কী? বিউটি ইন্ডাস্ট্রির নয়া ট্রেন্ড নিয়ে রইল কিছু জরুরি তথ্য

বিউটি ইন্ডাস্ট্রিতে বর্তমানে নয়া ট্রেন্ড দেখা গিয়েছে। তা হল কসমেটিক্স ট্যাটু। যদি প্রতিদিনের সাজুগুজুতে নিখুঁত আইলাইনার রাখার পরিকল্পনা করেন, তাহলে এই ট্যাটু আপনার জন্য উপযুক্ত।

Cosmetic Tattoos: কসমেটিক ট্যাটু কী? বিউটি ইন্ডাস্ট্রির নয়া ট্রেন্ড নিয়ে রইল কিছু জরুরি তথ্য
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 9:37 AM
Share

নিজেকে সাজাতে কে না ভালবাসে। ত্রুটিহীন ও দীপ্তিময় দেখার জন্য সৌন্দর্য বজায় রাখতে অনেকে অনেক রকম কৌশল অবল্মবন করেন। প্রতি নিয়ত স্কিনকেয়ারের পণ্যগুলির জন্য বিনিয়োগ করাই নয়, সৌন্দর্যে আলাদা মাত্রা পেতে বিভিন্ন মেকআপ কৌশলকেও আঁকরে ধরার চেষ্টা করা হয়। আর এই কৌশলের নয়া ট্রেন্ড হিসেবে সামনে এসেছে কসমেটিক্স ট্যাটু।

ল্যাশ এক্সটেনশন থেকে শুরু করে ভ্রু মাইক্রোব্লেডিং পর্যন্ত, এমন অনেক কিছু রয়েছে, যার জন্য মহিলারা খরচ করে নিজেদেরকে সাজিয়ে তুলতে ও সৌন্দর্যে চমক দিতে প্রস্তুতি নিচ্ছেন। বিউটি ইন্ডাস্ট্রিতে বর্তমানে নয়া ট্রেন্ড দেখা গিয়েছে। তা হল কসমেটিক্স ট্যাটু। যদি প্রতিদিনের সাজুগুজুতে নিখুঁত আইলাইনার রাখার পরিকল্পনা করেন, তাহলে এই ট্যাটু আপনার জন্য উপযুক্ত।

আইব্রো ট্যাটু, লিপ ট্যাটুকে অনেক আগেই সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক মহিলা আয়ত্ত করে নিয়েছেন। প্রতিদিনের মেকআপ করার ঝামেলা থেকে মুক্তি পেতে অধিকাংশই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। বিদেশে এই ট্যাটুর দারুণ চল থাকলে এদেশে এখনও সেই জোয়ার আসেনি। তবে এই কসমেটিক ট্যাটুগুলি যতটা আকর্ষণীয় বলে মনে হয়, ততটা কী গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়?

ট্যাটু মানেই হল দীর্ঘকাল একইভাবে নকসা ত্বকের উপর থেকে থাকে। তাই এই কসমেটিকস ট্যাটু করার আগে ভেবে নিতে হবে, ত্বকের উপর এই পদ্ধতি করতে চাইলে মুখের মধ্যে দীর্ঘকাল ধরে থাকবে। তবে কিছু ট্যাটু অস্থায়ী হয়., তবুও বছরের পর বছর ধরে সেটি স্থায়ী থাকে।

সঠিক প্যাটার্ন এবং রঙ নির্বাচন করাও খুব গুরুত্বপূর্ণ। কেউ একটি স্থায়ী উইং-যুক্ত আইলাইনার বেছে নিতে পারেন, তবে তাদের নিশ্চিত করতে হবে যে তাঁরা প্রতিদিন এই প্যাটার্নেই আইলাইনার পরবেন। যদি এই পদ্ধতিতে আপনার ইচ্ছে থাকে, তাহলে চোখের আইলাইনার না করে লাল বা গোলাপী লিপ শেড বেছে নিয়ে ট্যাটতু করাতে পারেন।

সবশেষে এই ট্যাটুর জন্য অবশ্যই একজন পেশাদার নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। মুখের মধ্যে সংবেদনশীল জায়গাগুলি বেছে নিলে একজন বিশেষজ্ঞের কাছে থেকে ট্যাটু করানোই উচিত। কসমেটিকস ট্যাটু করার পর যত্ন নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: Wedding Season: বিয়ের মরসুমে ত্বক ও চুলের যত্নের জন্য কেমন প্রস্তুতি নেবেন, তার টিপস রইল এখানে