AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Glycolic Acid: উজ্জ্বল ও সুস্থ ত্বক পেতে চান? প্রতিদিনের ত্বকের যত্নে ‘ম্যাজিক’ আনতে এই একটি উপাদানই যথেষ্ট!

কয়েক সপ্তাহের মধ্যে নিখুঁত ত্বকের জন্য গ্লাইকোলিক অ্যাসিড-যুক্ত পণ্য ব্যবহার করলে ঠকে যাবেন না। ম্যাজিকের মত ত্বকের সব সমস্যার সমাধান পেতে সর্বজনীনভাবে এই পণ্যের ব্যবহার করা যায়।

Glycolic Acid: উজ্জ্বল ও সুস্থ ত্বক পেতে চান? প্রতিদিনের ত্বকের যত্নে 'ম্যাজিক' আনতে এই একটি উপাদানই যথেষ্ট!
গ্লাইকোলিক অ্যাসিডের উপকারিতা কী কী, তা জেনে নিন
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 8:08 AM
Share

সুন্দর ও সুস্থ ত্বকের পরিচর্চার জন্য সঠিক পণ্য খুঁজে বের করা কঠিন। সকলেরই ইচ্ছে থাকে ত্বকে লাবণ্য থাকুক, পরিস্কার ও উজ্জ্বলতা বজায় থাকুক। কিন্তু সেইসব একসঙ্গে পাওয়া যায় কী? এক্ষেত্রে গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে তৈরি পণ্যগুলি ব্যবহার করে দেখতে পারেন । কয়েক সপ্তাহের মধ্যে নিখুঁত ত্বকের জন্য গ্লাইকোলিক অ্যাসিড-যুক্ত পণ্য ব্যবহার করলে ঠকে যাবেন না। ম্যাজিকের মত ত্বকের সব সমস্যার সমাধান পেতে সর্বজনীনভাবে এই পণ্যের ব্যবহার করা যায়। ত্বকের ডিহাইড্রেশন থেকে অকাল বার্ধক্যজনিত লক্ষণ , এমনকি জেদি ব্রণ পর্যন্ত নির্মূল করতে এই পণ্য অপরিহার্য। সবকিছুর সমাধানের জন্য গ্লাইকোলির অ্যাসিড একাই একশো।

আলফা হাইড্রক্সি অ্য়াসিড, যা অকাল বার্ধক্য বিরোধী লক্ষণ, শুষ্কতা, হাইপারপিগমেন্টেশন, ব্রণের জন্য ব্যবহার করা হয় সাধারণত। এটি ত্বকের উপরিভাগে থেকে মৃতকোষকে এক্সফোলিয়েট করতে ও ফাইনস লাইন- বলিরেখা কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি হাইপারপিগমেন্টেশনকেও ম্লান করে ও ব্রণেরও চিকিৎসা করে।

এই ম্যাজিক উপাদান প্রতিদিনের রূপচর্চায় ব্যবহার করার আহে জেনে নিন কীভাবে আপনার ত্বকের উপকারে লাগে ও সঠিকভাবে ব্যবহার করলে কী কী ঘটে…

ত্বকের জন্য গ্লাইকোলিক অ্যাসিডের উপকারিতা

-ত্বকের উপরের স্তরকে গভীরভাবে এক্সফোলিয়েট করে ফাইনস লাইনস ও বলিরেখার উপস্থিতি হ্রাস করে

-ত্বকের উপরের স্তরকে এক্সফোলিয়েট করে

-শুষ্ক ত্বককে হাইড্রেট করে

– আপনার ত্বককে উজ্জ্বল, মসৃণ এবং নরম করে তোলে

-কালো দাগ, অকাল বার্ধ্যকের ছাপ, ফ্রিকলস এবং মেলাসমার মতো হালকা হাইপারপিগমেন্টেশন বিবর্ণ করে

-আপনার ত্বকের ঘনত্ব এবং দৃঢ়তা বৃদ্ধি করে

– ব্রণ এবং ব্রেকআউটগুলির বিরুদ্ধে লড়াই করে

-ত্বকের উপরিভাগ থেকে থেকে মৃতকোষ দূর করে

আরও পড়ুন: Skincare: দামি ব্র্যান্ডের পণ্য কেনার আগে ‘ট্রান্সপারেন্ট স্কিনকেয়ার’ সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুন…