Camphor Oil: ত্বকের সমস্যার যাবতীয় সমাধান হবে এই তেলের এক ফোঁটাতেই, ব্যবহারে ভুল হলেই কিন্তু মারাত্মক ক্ষতি
Skin care Tips: বিভিন্ন বিউটি প্রোডাক্টেও মেশানো থাকে এই এসেন্সিয়ল অয়েল। ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে এই তেল

ত্বক ভাল রাখতে মুখে কত কিছুই না মাখামাখি করতে হয়। তেল, সাবান, ক্রিম, লোশন, জেল, পাউডার। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে বিভিন্ন রকম স্ক্রাব আর এসেন্সিয়ল অয়েল। এর সঙ্গে প্রাকৃতিক নানা উপাদান তো আছেই। এখনও অনেকে রূপচর্চায় চোখ বন্ধ করে ভরসা করেন হলুদ, মধু, বেসন, কাঁচাদুধ, কফি এইসবের উপর। আর প্রাকৃতিক সব উপাদান ত্বকের জন্য খুবই ভাল। তবে এসব ছড়াও আরও একটি এসেন্সিয়ল অয়েল আছে যা ত্বকের জন্য খুবই ভাল। আজ নয়, বহুযুগ আগে থেকেই এই তেলের ব্যবহার চলে আসছে। ত্বকের নানা সমস্যার সমাধান করতে পারে এই তেল। তবে এই তেলের ব্যবহার ঠিকমতো না হলে বিপদ হতে পারে কিন্তু। এই তেল হল কর্পূর এসেন্সিয়ল অয়েল।
কর্পূরের নির্যাস থেকে বের করা হয় এই অয়েল। বাড়িতে রাখলে এর গন্ধে যেমন পোকামাকড় আসে না তেমনই ব্রণ, অ্যালার্জির সমস্যাতেও বেশ ভাল কাজ করে এই অয়েল। এছাড়াও কর্পূরের তো নিজস্ব একটা গুণ আছেই। কর্পূরের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। যা যে কোনও রকম প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকের প্রদাহ, জ্বালাপোড়া ভাব, চুলকানি নিয়ন্ত্রণে রাখতেও তা ভীষণ ভাবে সাহায্য করে। অ্যাকনে সারাতেও ব্যবহার করা হয় কর্পূর। এই গরমের দিনে হঠাৎ হঠাৎ অ্যালার্জি, ত্বকের নানা চুলকানি এসব লেগে থাকে। স্নানের জলে কয়েক ফোঁটা এই তেল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।
বিভিন্ন বিউটি প্রোডাক্টেও মেশানো থাকে এই এসেন্সিয়ল অয়েল। ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে এই তেল। ন্যাশনাল মেডিসিন অফ লাইব্রেরিতে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে ল্যাভেন্ডার, রোজমেরি অয়েলের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও ব্যবহার করা হয় এই কর্পূর অয়েল। ত্বকের ফোলাভাব কমাতেও সাহায্যয় করে এই তেল।
তবে এই কর্পূর অয়েল সরাসরি ত্বকে লাগাবেন না। এতে অনেক রকম ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সব সময় স্নানের জলে মিশিয়ে ব্যবহার করবেন।
