Mayonnaise for Skin: ভাদ্রের চড়া রোদে ত্বক জ্বলছে? ফ্রিজে পড়ে থাকা এই জিনিস দিয়েই হবে সমাধান!

Skin Care Tips: সবার দাগছোপহীন নিখুঁত ত্বক থাকে না। কিন্তু নিখুঁত ত্বকের স্বপ্ন সকলের থাকে। এই ক্ষেত্রে মেয়োনিজ হচ্ছে সেই উপাদান যে আপনার কাজকে সহজ করে দেবে।

Mayonnaise for Skin: ভাদ্রের চড়া রোদে ত্বক জ্বলছে? ফ্রিজে পড়ে থাকা এই জিনিস দিয়েই হবে সমাধান!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 1:26 PM

চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইস, ফিশ ফিঙ্গারের মতো ফ্রায়েড আইটেমের সঙ্গে যদি মেয়োনিজ থাকে তাহলে ব্যাপারটা জমে যায়। কিন্তু মেয়োনিজ দিয়ে রূপচর্চা কথা কখনও ভেবে দেখেছেন? রান্নাঘরের উপাদান দিয়ে রূপচর্চা নতুন বিষয় নয়। যদিও সেই উপাদানগুলো যুগ যুগ ধরে আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে। কিন্তু সেই ভেষজ উপাদানের তালিকায় মেয়োনিজ নেই। বরং অত্যধুনিক সস-এর তালিকায় নাম রয়েছে মেয়োনিজের। সেই খাবার দিয়ে রূপচর্চা শুনতে একটু অদ্ভুত হলেও এর কার্যকারিতা দারুণ।

সবার দাগছোপহীন নিখুঁত ত্বক থাকে না। কিন্তু নিখুঁত ত্বকের স্বপ্ন সকলের থাকে। এই ক্ষেত্রে মেয়োনিজ হচ্ছে সেই উপাদান যে আপনার নিখুঁত ত্বকের স্বপ্ন পূরণ করে দিতে পারে। মেয়োনিজ ত্বকের বর্ণকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। ত্বকের উপর মেয়োনিজ প্রয়োগ করলে এটি ত্বককে ময়েশ্চারাইজড করে এবং ত্বক হাইড্রেটেড থাকে। পাশাপাশি মেয়োনিজ ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বক থেকে সব রকম ধুলো, বালি, ময়লা দূর করে দেয়। এমনকী ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত মৃত কোষও দূর হয়ে যায় মেয়োনিজ ব্যবহারের পরে। এখন হয়তো আপনি ভাবছেন এই মেয়োনিজকে কীভাবে ত্বকের উপর ব্যবহার করবেন, সেই উপায় রয়েছে। চলুন দেখে নেওয়া যাক…

উজ্জ্বল ত্বক ও নিখুঁত ত্বক পাওয়ার জন্য আপনি মেয়োনিজের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এর জন্য ২ চামচ মেয়োনিজ নিন। এতে ১ চামচ মধু, ১ চামচ চিনির গুঁড়ো, ১ চামচ ওটসের গুঁড়ো এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। প্রথমে মুখটা সাধারণ জল দিয়ে ধুয়ে নিন এবং সুতির কাপড় দিয়ে মুখটা মুছে নিন। এরপর মেয়োনিজের ফেসপ্যাকটি ত্বকের উপর লাগান। মিনিট ২০ অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে মুখটা ধুয়ে নিন। এই ফেসপ্যাকটি আপনি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

পার্লারে গিয়ে টাকা খরচ করে ফেসিয়াল করান? বাড়িতে মেয়োনিজ থাকলে আপনার অনেক টাকাই বেঁচে যাবে। পাশাপাশি ত্বক আরও সুন্দর হয়ে উঠবে। তবে ফেসিয়ালের জন্য এগ মেয়োনিজ ব্যবহার করুন। ত্বকের উপর পুরু মেয়োনিজ লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে দিন। এরপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেই দেখবেন ত্বক মসৃণ হয়ে গিয়েছে।

সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে ত্বক পুড়ে গিয়েছে? ত্বকের উপর লালচে দাগ দেখা দিয়েছে? সান বার্নের উপর সামান্য মেয়োনিজ লাগিয়ে রেখে দিন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই উপায়টি ১ সপ্তাহ মেনে চলুন। দেখবেন আপনার সান বার্নের সমস্যা দূর হয়ে গিয়েছে। সান বার্নের উপর যদি মেয়োনিজ ব্যবহার করেন তাহলে এটি ত্বকের জ্বালাভাব থেকে তাৎক্ষণিক আরাম দেয়।