
ইদানীং দেখা গিয়েছে, বহু মহিলারাই জরায়ুতে টিউমারের সমস্যায় ভুগছেন। সঙ্গে রয়েছে ক্য়ানসার ধরা পড়ার আতঙ্ক। প্রশ্ন উঠছে, জরায়ুতে টিউমার মানেই কি ক্য়ানসার?
চিকিৎসকরা বলছেন, জরায়ুতে টিউমার মানে সবসময় তা ক্য়ানসার নয়। টিউমার হলেই, তা ক্য়ানসারের রূপ নেয় না। তবে কিছু টিউমারের ক্য়ানসারে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। তাই টিউমার হলেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করা উচিত।
কীভাবে বুঝবেন জরায়ুতে টিউমার হয়েছে?
প্রথম লক্ষণই হল মারাত্মক যন্ত্রণা। মূলত, তলপেটে যন্ত্রণা অনুভব হবে। বিশেষ করে ঋতুস্রাবের সময় এই ব্য়থা বাড়তে থাকে। সঙ্গে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্ত নিসৃত হতে থাকে। তখনই বুঝতে হবে, কোনও সমস্য়া তৈরি হচ্ছে। তাই দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
অনেক সময়ই শুধুমাত্র ওষুধেই সেরে যায়। তবে বেশি জটিল হলে অস্ত্রোপচার করতে হয়। জরায়ুতে টিউমার একবার হলে, বার বার হওয়ার একটা ঝুঁকি থাকে। তাই প্রথমেই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।