গ্রে’জ অ্যানাটমি থেকে ব্রিজেরটন টেলিভিশন প্রোডিওসার শন্ডা রাইমস এবং বেটসি বিয়ার্স দর্শকদের সবসময় অন্যরকম কিছু উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন। কস্টিউম ডিজাইনারদের সঙ্গে মিলে এমন কিছু সৃষ্টি করার প্রচেষ্টা করেছেন যেখানে চরিত্রগুলি হয়ে উঠেছে আরও তরতাজা।
এবার কস্টিউম ডিজাইনার গিল্ড থেকে পুরস্কৃত হতে চলেছেন শন্ডা এবং বেটসি। টেলিভিশনে তাদের অবদানের জন্য৷
সোমবার গিল্ড থেকে ঘোষণা করা হয় ডিস্টিঙ্গুইশ কোলাবরেটর(Distinguish Collaborator) সম্মানে সম্মানিত করা হবে তাদের। ২৩ তম বার্ষিক অনুষ্ঠানে ব্রিজারটনের অভিনেত্রী নিকোলা তাদের হাতে তুলে দেবেন এই পুরস্কার। শন্ডা এবং বেটসি দুজনেই এই সম্মানের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন সেইসব ডিজাইনারদের যাঁরা তাদের সঙ্গে দিনরাত এক করে কাজ করে গেছেন।
বিয়ারের কথায় কস্টিউম ডিজাইনিং এমন একটি জায়গা যা নিয়ে নানা মানুষের নানা মত থাকে। তাই সবার মতামত নিয়ে আরও কতটা নতুন ভাবে চরিত্রদের সাজিয়ে তোলা যায় সেটাই তাদের আসল লক্ষ্য। বিয়ারের কথায় মানুষের ভালবাসা আর প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা আর উদ্যমই তাদের এগিয়ে চলার প্রেরণা৷