Valentines Day 2025 Gifts: ভ্যালেন্টান্স ডের দিন প্রেমিকাকে এই উপহার দিলে, দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবেন
Valentines Day 2025 Gifts: এই দিন মনের মানুষটিকে উপহার না দিলেই নয়। দিনের শেষে তাঁর মুখের হাসিটাই তো সব! রোজ ডে তে গোলাপ, টেডি ডে তে টেডি দেবেন, বাকিরাও তা দিয়ে থাকেন।

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু ভালোবাসার সপ্তাহ বা ভ্যালেন্টাইন্স উইক। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়েই শুরু, তারপরে ধাপে ধাপে সেই দিন। প্রেম দিবস, এই দিনড়াই আসলেই যেন মনে হয়, সব ভুলে শুধু হারিয়ে যাই ভালোবাসার মানুষটার মধ্যে।
এই দিন মনের মানুষটিকে উপহার না দিলেই নয়। দিনের শেষে তাঁর মুখের হাসিটাই তো সব! রোজ ডে তে গোলাপ, টেডি ডে তে টেডি দেবেন, বাকিরাও তা দিয়ে থাকেন। তবে স্পেশাল কি উপহার দেবেন তা ভেবে দেখেছেন? মনে রাখবেন উপহার কিন্তু কতটা দামী তা গুরুত্বপূর্ব নয়। কোন ভাবনা থেকে দিচ্ছেন সেটাই জরুরি। প্রেমিকার মন পেতে বরং সাধারণ গোলাপ বা টেডির সঙ্গে দিন কিছু কিছু ছোট ছোট উপহারও। ভাবছেন পকেটে টান পড়বে? চিন্তা নেই সেই সমস্যার সমাধান কিন্তু আছে। কম খরচে কোন উপহার দিলে আপনাকে দ্বিগুণ ভালোবাসায় ভরিয়ে দেবে প্রেমিকা? রইল তারই হদিস।
১। হাতে লেখা প্রেমপত্র – আজকের ডিজিটাল যুগে, একটি হাতে লেখা চিঠি কিন্তু হতে পারে সবচেয়ে আবেগঘন এবং মূল্যবান উপহার। নিজের মনের কথা সুন্দর করে কাগজে লিখে সঙ্গীকে দিয়ে দিন। পারলে রঙিন কলম ব্যবহার করুন, ছবির মাধ্যমে ছোট ছোট ছবিও ফুটিয়ে তুলতে পারেন, বা আপানাদের একসঙ্গে কাটানো মুহূর্ত আঁকতে পারেন।
২। পার্সোনাল ছবির ফ্রেম বা হ্যান্ডমেড কার্ড – দুজনের একসঙ্গে কাটানো সুন্দর সুন্দর ছবিগুলি দিয়ে বানিয়ে নিতে পারেন একটি দারুণ ফটো ফ্রেম। নিজের হাতে তৈরি করতে পারেন স্পেশাল কার্ড, যেখানে নিজের মনের কথা নিজের ভাষায় লিখে ফেলু ঝটপট। দেখবেন সামান্য এই উপহার পেয়েই কেমন খুশি হয়ে ওঠে প্রেমিকা।
৩। কাস্টমাইজড চাবির রিং বা কাপল ব্রেসলেট – এই জিনিসটির আজকাল বাজারে চল বেড়েছে। ভ্যালেন্টান্স ডের দিন প্রেমিকাকে চাইলেই কাস্টমাইজড চাবির রিং বা কাপল ব্রেসলেট দিতে পারেন। যার একটি থাকবে আপনার কাছে, অন্যটি থাকবেন আপনার কাছে। অনলাইনে ১০০-২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এই ব্রেসলেট।
৪। কাস্টমাইজড কফি মগ – আজকাল কাস্টমাইজড কফি মগ এবং টি-শার্ট বেশ ট্রেন্ডে রয়েছে। এই মগে আপনি আপনার সঙ্গীর ছবি অথবা যে কোনও বিশেষ তারিখ বা মনের কথা ছেপে নিতে পারেন। এগুলি তৈরি করতে আপনার খরচ পড়বে মাত্র ২০০-২৫০ টাকা।





