
গরমে খানিক সময় পেরতে না পরতেই মুখে তেল কাটতে শুরু করে। বিশেষ করে ত্বকের T জোনে প্রতিদিনের সাধারণ মেকআপ ছাপিয়ে চোখে পড়ে তেল চিটচিটে ত্বক। কোনওভাবে বাড়ি পৌঁছতে না পৌঁছতেই জল-ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলেন। তবে জানেন কি, ঠাণ্ডা না গরমজল এই ধরনের ত্বকের জন্য সঠিক? অনেকেই আছেন যাঁরা সঠিকভাবে মুখ ধোয়ার পদ্ধতি সম্পর্কে অবগত নন। তাই এবার জেনে নিন মুখের তৈলাক্তভাব কাটাতে ঠিক কী উপায় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
মুখ ধোয়ার সঠিক উপায়–
প্রথমত মুখ ধোওয়ার জন্য কখনই অতিরিক্ত ঠাণ্ডা জল কিংবা গরম জল ব্যবহার করা উচিত নয়। সামান্য ঠাণ্ডা জল কিংবা কুসুম কুসুম গরম জল ব্যবহার করতে পারেন। তবে যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের উচিত স্বাভাবিক তাপমাত্রার জলই ব্যবহার করা। ক্লিনজার দিয়ে ভাল করে মুখ প্রথমে ধুয়ে নিতে হবে। বিশেষ করে মুখ পরিষ্কার না করে কখনই ঠাণ্ডা জলে মুখ ধোবেন না। এতে ময়লা বসে যেতে পারে। তাই সাভাবিক তাপমাত্রার জল দিয়ে মুখ ধুয়ে নিন। ক্লিনজার দিয়ে বেশি সময় ধরে আগে মুখ পরিষ্কার করুন, তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর চাইলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিতে পারেন। তবে ময়েশচরাইজর একেবারেই ব্যবহার করবেন না। উল্টে গোলাপ জলের টোনার মুখে লাগিয়ে নিন। তাতে মুখে তুলনামুলকভাবে কম তেল কাটবে। অ্যালভেরা জেলও এক্ষেত্রে ব্যবহার কার উচিত নয়।