কীসের সঙ্গে কী খাবেন না? আয়ুর্বেদ দিচ্ছে খাওয়া-দাওয়ার সঠিক তালিকা

Sneha Sengupta |

Apr 19, 2024 | 9:00 AM

Food Not To Have Together: এ কী কাণ্ড! আয়ুর্বেদ নাকি বলছে, এই কম্বিনেশনের খাবার খেলেই বিপদ বাড়তে পারে। জানেন সেই তালিকায় আছে কী-কী। TV9 বাংলার প্রতিবেদনে রইল কীসের সঙ্গে কী খাবেন না, সেই তালিকা।

কীসের সঙ্গে কী খাবেন না? আয়ুর্বেদ দিচ্ছে খাওয়া-দাওয়ার সঠিক তালিকা
খাদ্য তালিকা!

Follow Us

আয়ুর্বেদ বলছে, এই খাবারগুলি একসঙ্গে খাবেন না কখনওই। না হলে পড়তে হবে মহা বিপদে। অনেক সময়ই ভুল কম্বিনেশনে খাবার খেলে শরীরে নানা রোগ দেখা দিতে পারে। এর এক তালিকা আছে। দেখে নিন চট করে:

১. ফল, চিজ়, ডিম, মাছ, দুধ, মাংস এবং দইয়ের সঙ্গে কখনও বিন খাবেন না।

২. ডিমের সঙ্গে খাবেন না ফল, বিশেষ করে তরমুজ, বিন, চিজ়, মাছ, খিচুড়ি, দুধ, মাংস এবং দই।

এই খবরটিও পড়ুন

৩. ফলের সঙ্গে খাবেন না অন্য কোনও খাবারই। ফল খেলে কেবল ফলই খাবেন। এমনকী, দুধ, খেজুরও খাবেন না।

৪. গ্রেন্সের সঙ্গে ফল খাবেন না। ট্যাপিওকা খাবেন না।

৫. মধুর সঙ্গে খাবেন না ঘি। মধু ফুটিয়ে খাবেন না।

৬. গরম পানীর সঙ্গে আম, চিজ়, মাছ, মাংস, স্টার্চ কিংবা দই খাবেন না।

৭. লেবুর সঙ্গে শসা খাবেন না। দুধ, টমেটো কিংবা দই খাবেন না।

৮. তরমুজ খেলে কেবল তরমুজই খান। এর সঙ্গে ডিম, ভাজা খাবার, গ্রেন, স্টার্চ খাবেন না।

৯. দুধের সঙ্গে কলা, চেরি, তরমুজ, টক জাতীয় ফল, পাউরুটি, মাছ, খিচুড়ি, মাংস এবং দই খাবেন না।

এই কম্বিনেশনের খাবার একসঙ্গে খেলে বিপদ বাড়তে পারে আপনার জীবনে। শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। একাধিক রোগকে আমন্ত্রণ জানাতে পারে।

Next Article