Vastu Shastra: বাড়ির দরজার কাছে জুতো উল্টো রাখা থাকে? এখনই সাবধান হোন, নইলে বড় বিপদ

Ulti Sleepers: আপনার বাড়ির সামনে কি জুতো থাকে? আবার তা কি উল্টো অবস্থায় থাকে? বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি শুভ না অশুভ জানেন?

Vastu Shastra: বাড়ির দরজার কাছে জুতো উল্টো রাখা থাকে? এখনই সাবধান হোন, নইলে বড় বিপদ
বাড়ির দরজার কাছে জুতো উল্টো রাখা থাকে? Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 11, 2025 | 2:40 PM

বাড়ি ঘর গুছিয়ে রাখতে অনেকেই ভালোবাসেন। এর পিছনে কেউ কেউ অনেকটাই বেশি সময় ব্যয় করেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে বিভিন্ন জিনিস নানা জায়গায় রাখলে সুখ-শান্তি, সমৃদ্ধি আসে। আপনার বাড়িতে কি জুতো উল্টো দিকে থাকে? এমনটা করলে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। জানেন সেগুলি কী কী?

বেশিরভাগ বাড়ির দরজার সামনেই রাখা থাকে জুতো। তা কোনও সময় উল্টো থাকলে বাড়ির বড়রা খুবই চিত্‍কার-চেঁচামেচি করতে থাকেন। অনেক সময় বাড়ির বাচ্চারা তাড়াহুড়োতে জুতো খুলে বাড়িতে ঢুকে পড়ে। তা সোজা আছে না উল্টো, দেখে না অনেকেই। সেই সময় বাচ্চাদের বকাঝকা করেন বাড়ির বড়রা। জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র অনুসারে, কোনও ব্যাক্তির ঘরে উল্টো করে পড়ে থাকা জুতো ও চপ্পল দুর্ভাগ্যের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। এর জেরে আর্থিক সংকটেও পড়তে হতে পারে। যদি কখনও বাড়িতে উল্টো স্লিপার বা জুতো দেখতে পান, সঙ্গে সঙ্গে তা সোজা করে নেওয়াই ভালো।

জুতো উল্টো করে রাখলে কী হয়, তা নিয়ে যদিও বিভিন্ন ধারণা প্রচলিত আছে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে জুতো উল্টো রাখলে কী হয়? নিম্নে আলোচনা করা হল —

এই খবরটিও পড়ুন

  • ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে।
  • পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে।
  • আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
  • এর ফলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে।
  • লক্ষ্মী দেবী রুষ্ট হন, তাই আর্থিক ক্ষতি হতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে জুতো উল্টো রাখলে কী হয়? জ্যোতিষশাস্ত্র মতে, জুতো উল্টো করে রাখলে শনিদেবের প্রকোপ বাড়তে পারে। কারণ শনিদেবকে পায়ের কারক মনে করা হয়। এতো গ্রহের সমস্যা বৃদ্ধি পেতে পারে।