AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্রণ তাড়াতে নারকেল তেল মাখা কি ঠিক? ভুল জানলে নিজের ক্ষতি করে বসবেন

Coconut Oil for Acne: তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশি ব্রণ দেখা দেয়। হরমোনের ভারসাম্যহীনতা, ত্বকের অযত্ন, অত্যধিক পরিমাণে সিবাম উৎপাদন ব্রণর সমস্যা বাড়িয়ে দেয়। ব্রণর চিকিৎসায় সব পণ্য ব্যবহার করা যায় না। এই অবস্থায় নারকেল তেল ব্যবহার করা কি ঠিক? চলুন জেনে নেওয়া যাক।

ব্রণ তাড়াতে নারকেল তেল মাখা কি ঠিক? ভুল জানলে নিজের ক্ষতি করে বসবেন
| Updated on: Feb 28, 2024 | 2:23 PM
Share

বাঙালির বাড়িতে সারাবছর নারকেল তেল মজুত থাকে। রান্নায় যেমন সর্ষের তেল, তেমনই স্নানের আগে চুল ও গায়ে নারকেল তেল মাখা চাই। ত্বকের যত্নে মা-ঠাকুমাদের কাছে আজও নারকেল তেলের চাহিদা বেশি। শুষ্ক ত্বকের উপর দুর্দান্ত কাজ করে নারকেল তেল। ত্বকের হাজারো সমস্যার সমাধান করতে পারে এই তেল। কিন্তু ত্বকের খুব কমন সমস্যা ব্রণর উপর কি নারকেল তেল ব্যবহার করা যায়? তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশি ব্রণ দেখা দেয়। হরমোনের ভারসাম্যহীনতা, ত্বকের অযত্ন, অত্যধিক পরিমাণে সিবাম উৎপাদন ব্রণর সমস্যা বাড়িয়ে দেয়। এই অবস্থায় নারকেল তেল ব্যবহার করা কি ঠিক? চলুন জেনে নেওয়া যাক।

নারকেল তেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ত্বকে একাধিক উপকারিতা এনে দেয়। ত্বকের প্রদাহ কমায়। কিন্তু ব্রণর জন্য নয়। অনেকেই রাতে নাইট ক্রিম হিসেবে নারকেল তেল মাখেন। সারারাত ধরে মুখে নারকেল তেল মাখলে ব্রণর সমস্যা বাড়বে। তবে, নারকেল তেল একদমই যে ব্রণর জন্য উপকারী নয়, তা নয়।

নারকেল তেলের মধ্যে লাউরিক অ্যাসিড রয়েছে, যা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ত্বকের প্রদাহ, লালচে ভাব ও র‍্যাশের সমস্যা দূর করতে সহায়ক নারকেল তেল। নারকেল তেলের মধ্যে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এতেই ত্বকের সমস্যা কমে।

নারকেল তেলের মধ্যে ৮০-৯০ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। স্যাচুরেটেড ফ্যাটের পাশাপাশি নারকেল তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। নারকেল তেলে থাকা ভিটামিন  এ ও ই ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ব্রণর সমস্যায় নারকেল তেল ব্যবহার করতে না পারলেও একজিমা দূর করতে এই তেল মাখতে পারেন।

অতিরিক্ত তৈলাক্ত ত্বক হওয়ার কারণে ব্রণ হলে, ভুলেও নারকেল তেল মাখবেন না। কিন্তু ব্রণ হওয়ার পিছনে যদি শুষ্ক ত্বক দায়ী থাকে, তাহলে নিয়মিত নারকেল তেল দিয়ে মাখতে পারেন। এই তেল ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়া কোনও প্রসাধনী ব্যবহারের কারণে যদি ব্রণ বা র‍্যাশ বেরোয়, সেক্ষেত্রে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন। অনেকের মেকআপ করার পর মুখে ব্রণ বেরোয়। এক্ষেত্রে মেকআপ তুলুন নারকেল তেল মেখে।