
কথায় আছে, রাতে মহাদেব নাকি স্বপ্নে ইঙ্গিত দেয়, আপনার জীবন সম্পর্কে। আগামী কী ঘটছে চলেছে, তার আভাসও দেন মহাদেব। তাই মহাদেব যদি স্বপ্নে আসেন, তাহলে বুঝে যাবেন,আপনার জীবনের আগামী ঘটনার কথা।
যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন, তাহলে তা খুব শুভ ফলদায়ক। শাস্ত্র বলছে, স্বপ্নে শিবলিঙ্গ দেখার অর্থ হলে কর্মক্ষেত্রে উন্নতি ও পদমর্যাদা বৃদ্ধি।
যদি স্বপ্নে বেলপাতা দেখেন, তাও শুভ ফলদায়ক। শাস্ত্রমতে, স্বপ্নে বেলপাতা দেখার অর্থ হল, আর্থিক উন্নতি এবং এতদিন ধরে যে সমস্যা চলছিল জীবনে তা সমাধানের পথে।
শিবের বাহন নন্দী। শিবকে তুষ্ট করতে, নন্দীকেও পুজো করতে হয়। শাস্ত্র বলছে, শিবের বাহ নন্দী অর্থাৎ ষাঁড় স্বপ্নে দেখলে, শিবের আশীর্বাদ আপনি পাবেনই। এর অর্থ আপনার সঙ্গে শিব রয়েছেন, এগিয়ে যান নিশ্চিন্তে।
স্বপ্নে দেখলেন, আপনি নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করছেন। এটা কিন্তু খুবই শুভ ইঙ্গিত। শাস্ত্র বলছে, এমন স্বপ্নের অর্থ হল, শিব নিজের হাতে আপনার সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে, আপনার জীবনকে তৈরি করছে। তাই নিশ্চিন্তে থাকুন।
সবাই জানে, রুদ্রাক্ষ শিবের খুব প্রিয়। তাই স্বপ্নে যদি রুদ্রাক্ষ দেখেন, তাহলে বুঝবেন, শিব সদা আপনার সঙ্গে রয়েছে। কোনও আটকে থাকা কাজ, মহাদেবের আশীর্বাদে শীঘ্রই সুসম্পন্ন হবে, এটাই এই স্বপ্নের ইঙ্গিত।
যদি স্বপ্নে সাপ দেখেন, তাহলে হুট করেই প্রচুর পরিমাণে অর্থলাভ হতে পারে আপনার। পরিবারে আসবে সুখ ও সমৃদ্ধি।