চুলের সঙ্গে মানানসই হেয়ার ক্লিপ ব্যবহার করার চল শুরু হয়েছে নব্বইয়ের গোড়া থেকে।সেলেব থেকে ঘরোয়া, সকলেই হেয়ার ক্লিপের ব্যবহার করে থাকেন। মাঝে এই হেয়ার ক্লিপের চল তেমন ছিল না। ফের একবার সেই ট্রেন্ড ফিরে এসেছ। ক্ল ক্লিপ থেকে স্ন্যাপ ক্লিপ, এখন ফের ফ্যাশান দুনিয়ায় স্বাগত জানাচ্ছে। পার্টি আউটফিট বা ক্যাজুয়াল ড্রেসের সঙ্গে হেয়ার পিন বা হেয়ার ক্লিপের ব্যবহার করছে নতুন প্রজন্ম।
শুধু তরুণীরাই নয়, সেলেবরাও নানান ইভেন্ট, পার্টি বা ফটোশ্যুটে হেয়ার পিন বা ক্লিপ ব্যবহার করছেন। খোলা চুলের সঙ্গে হেয়ার ক্লিপ, পনিটেলের সঙ্গে ক্লিপ , ফ্লোরাল আউটফিট, পশ্চিমী পোশাকের সঙ্গে দেদার হেয়ার ক্লিপ লাগাবার চল শুরু হয়েছে। ফ্যাশনিস্তা সেলেবরা কোন আউটফিটের সঙ্গে, কোন হেয়ারস্টাইলের সঙ্গে হেয়ার পিন বা ক্লিপ ব্যবহার করেছেন, তার একঝলক দেখে নিন…
বলিউড, হলিউড- সিনেমা জগতের তারকাদের হেয়ার স্টাইল অ্যাকসেসারাইজ হিসেবে প্রথম পছন্দ হেয়ার পিন ও ক্লিপ।
মসৃণ ও ঢেউ খেলানো চুল বা পাতলা-মোটা চুল, সব ক্ষেত্রেও হেয়ার পিন ও ক্লিপ বেশ সুন্দর দেখায়।