Durga Pujo 2021: এবার দুর্গাপুজোয় জিনস-শার্ট নয়, বাঙালি স্টাইলে ধুতি-পাঞ্জাবি কেমনভাবে সামলাবেন, তা জেনে নিন…

সারা বছর ধরে না পড়লেও বিয়েতে ও দূর্গাষ্টমীতে বাঙালি পুরুষসিংহরা সকলেই ধুতি ও পাঞ্জাবি পরতে পছন্দ করেন। সে বিদেশেই হোক কিংবা দেশের যে কোনও প্রান্তে।

Durga Pujo 2021: এবার দুর্গাপুজোয় জিনস-শার্ট নয়, বাঙালি স্টাইলে ধুতি-পাঞ্জাবি কেমনভাবে সামলাবেন, তা জেনে নিন...
বাঙালি ধুতি লুকের ঝলক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2021 | 7:29 PM

বাঙালির উত্‍সব মানেই নতুন পোশাক। উত্‍সব মানেই সাজগোজ। তবে শুধু মহিলাদের জন্য তো নয়ই, পুরুষদের জন্যও রয়েছে সাজগোজের অপশন। বাঙালির বলতেই চোখের সামনে ধুতি-পাঞ্জাবি পরা এক নিপাচ ভদ্রলোকের কথাই মাথায় ঘোরে। দুর্গাপুজোর অষ্টমীর দিন অধিকাংশ মহিলাই চায় শাড়ি পরে অঞ্জলি দেবেন, অন্যদিকে ধুতি-পাঞ্জাবিতে পুরুষদেরও একটি প্রচলিত ঐতিহ্য চলে আসছে। তবে এটি শুধু ফ্যাশন স্টেটমেন্টই নয়, এমনকিছু বাঙালির শিকড়ে এখনও বর্তমান যা কখনও ভঙ্গুর হওয়ার নয়।

বিয়ের অনুষ্ঠানে, পুজোর অঞ্জলিতে ধুতি-পাঞ্জাবি হল বাঙালিদের আউটফিটে প্রথম ও শেষ আউটফিট। সারা বছর ধরে না পড়লেও বিয়েতে ও দূর্গাষ্টমীতে বাঙালি পুরুষসিংহরা সকলেই ধুতি ও পাঞ্জাবি পরতে পছন্দ করেন। সে বিদেশেই হোক কিংবা দেশের যে কোনও প্রান্তে। আলমারির এক কোণে পড়ে থাকা এই আউটফিট এই দুটি বিশেষ অনুষ্ঠানের জন্য বের হবেই হবে। কারণ বাঙালি মানেই ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবি। আধুনিক ফ্যাশন দুনিয়ায়. ধুতি ও পাঞ্জাবিকে নিয়ে নানা পরীক্ষা চালিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের বাঙালি আউটফিট তৈরি করছেন ডিজাইনররা। সেগুলি শুধু নজরকাড়াই নয়, সকলের কাছে আপনও হয়ে উঠেছে।

দূর্গাপুজোয় ধুতি পরার সময় রইল কিছু স্টাইলিং টিপস…

– আপনার আকার অনুযায়ী ধুতি-পাঞ্জাবি কিনুন। যেমন অতিরিক্ত ভলিউম সঠিক ফিট হতে দেয় না।

– সাদা বা তালো রঙের ধুতি প্যান্টের অকচি ক্লাসিক জোড়া কিনতে পারেন। অনেকের পোশাকের সঙ্গে মিলিয়ে মিশিয়ে পরতে পারবেন, এমন পোশাকই কিনুন।

– যাঁরা উচ্চতায় লম্বা, তাঁকা ধুতি প্যান্ট ব্যবহার করুন। প্রথমে গেঞ্জি পরুন, তারপর পাঞ্জাবি পরার চেষ্টা করুন। এতে শারিট বা পাঞ্জাবি ভাল ফিট দেখায়।

– ধুতি ও কুর্তা হল এভারগ্রিন ফ্যাশন । তবে এই নিয়ে যদি একঘেঁয়েমি চলে আসে তাহলে ধুতির সঙ্গে টাক্সেডো পরে চমকে দিতে পারেন। বছরের সেরা ফ্যাশন স্টেটমেন্ট হতে পারে।

– আপনার ঐতিহ্যবাহী সাদা ধুতি ডেনিম শার্টের সঙ্গেও বেশ ভাল মানাবে। পোশাকের সঙ্গে মানানসই স্নিকার্স পরতে পারেন।

– সবসময় মনে রাখবেন. ধুতি প্যান্ট যদি না পরেন, সাধারণ ধুতি পরলে আগে গিঁট ঠিক করে বেধেছেন কিনা তা দেখে নেবেন।

– সবেশেষ পরার সময় দেখে নেবেন, ধুতির হেম যেন পায়ের কয়েক ইঞ্চি উপরে থাকে। নিজের ধুতিতে আটকে হোঁচট খাওয়ার ভয় যেমন রয়েছে, তেমনি ধুতিতে পা আটকে সকলের সামনে লজ্জা পাওয়ার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: Disha Patani: অসাধারণ কালো গাউনে বোল্ড দিশা! রূপে মুগ্ধ জনপ্রিয় বলি-অভিনেতাও