AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VicKat Wedding: ক্যাট-ভিকির মেহেন্দি অনুষ্ঠানের ছবি ভাইরাল! ফের একবার সব্যসাচীর পোশাকে উজ্জ্বল এই তারকা নবদম্পতি

৩৮ বছর বয়সী তারকা লেহেঙ্গা-চোলির সঙ্গে একটি চোকার নেকলেস, বাজু বন্ধ, মাং টিকা, কানের দুল এবং সব্যসাচী হেরিটেজ জুয়েলারি থেকে বেশ কয়েকটি আংটি পরেছিলেন।

VicKat Wedding: ক্যাট-ভিকির মেহেন্দি অনুষ্ঠানের ছবি ভাইরাল! ফের একবার সব্যসাচীর পোশাকে উজ্জ্বল এই তারকা নবদম্পতি
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 10:10 PM
Share

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের মেহেন্দি অনুষ্ঠানের ছবিগুলি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে। বিয়ের পোশাক ছাড়াও এই নবদম্পতি আবারও বিশেষ অনুষ্ঠানের জন্য সব্যসাচীর পোশাক বেছে নিয়েছিলেন।

ক্যাটরিনার সেরা বন্ধু এবং বিয়ের স্টাইলিস্ট, আনাইতা শ্রফ আদজানিয়া এবং ভিকির স্টাইলিস্ট আমনদীপ কৌর প্রকাশ করেছেন যে এই দম্পতি জীবনের স্পেশাল দিনের জন্য সব্যসাচীর পোশাক এবং গয়না পরেছিলেন। সেলেব দম্পতির পোশাকগুলির রঙ এবং টেক্সচার যে সকলের নজর কেড়েছে তা বলাই বাহুল্য।

মেহেন্দি অনুষ্ঠানের জন্য ক্যাটরিনা একটি মাল্টিকালারড মটকা সিল্ক লেহেঙ্গা সেট বেছে নিয়েছিলেন। যেখানে গোলাপী, সবুজ, সোনালি, হলুদ এবং কমলার মতো ফেস্টিভ শেডগুলিকে হাইলাইটেড করা হয়েছে। অপূর্ব সুন্দর স্কার্টের সঙ্গে ম্যাচিং ব্যাকলেস প্যাচওয়ার্ক এবং ভি-নেকলাইনের ব্লাউজ পরেছিলেন ক্যাট। প্যাচওয়ার্ক লেহেঙ্গার পাশাপাশি হাতের ঝালরযুক্ত অলঙ্করণ, ব্রোঞ্চ সিকুইন এবং ভারি এমব্রয়ডারি করা বর্ডার সহ চিট প্রিন্টও রয়েছে। সঙ্গে ক্যাটরিনা একটি অর্গানজা সুন্দর দেখতে দোপাট্টা নিয়েছিলেন।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

৩৮ বছর বয়সী তারকা লেহেঙ্গা-চোলির সঙ্গে একটি চোকার নেকলেস, বাজু বন্ধ, মাং টিকা, কানের দুল এবং সব্যসাচী হেরিটেজ জুয়েলারি থেকে বেশ কয়েকটি আংটি পরেছিলেন। ১৮ ক্যারাটের সোনায় পান্না, হীরা, বহু রঙের নীলকান্তমণি, মুক্তা, স্পিনেল, ট্যুরমালাইন এবং রুবির মতো স্বর্গীয় রত্নগুলি গয়নায় জ্বলজ্বল করছিল সেদিন।

ভিকি কৌশলও কম যান না কোনও অংশেই। তাঁর অঙ্গে ছিল একটি এমব্রয়ডারি করা সিল্কের বাঁধগালা কোরোমন্ডেল চিন্টজ প্রিন্টের জ্যাকেট ও মিন্ট সিল্কের কুর্তার উপরে এমব্রয়ডারি করা বুটিস। সঙ্গে বেঙ্গালুরু সিল্ক আইভরি রঙের উজ্জ্বল সালোয়ারের সঙ্গে মানানসই রুক্ষ দাড়ি এবং তার সাইড-পার্টেড হেয়ারস্টো করেছিলেন।

ক্যাটরিনা এবং ভিকির মেহেন্দি লুক সম্পর্কে আপনি কী মনে করেন? এখানে আপনার মতামত দিতে পারেন।