Saisha Shinde: মিস ইউনিভার্স ফাইনালে হারনাজের গাউন ডিজাইন করেছিলেন কে?
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ২১ বছর পর দেশের মুখ যেমন উজ্জ্বল করেছেন হারনাজ, তেমনি বিশ্বজুড়ে রূপান্ততরিত মহিলার শিল্পকর্মকেও তুলে ধরেছেন।
চলতি বছরের শুরুর দিকে ভারতীয় ফ্যাশন দুনিয়ায় এক যুগান্তকারী ঘটনা ঘটে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় ডিজাইনারদের পাশাপাশি এক তালিকায় স্থান করে নেন স্বপ্নিল শিণ্ডে নামে এক ট্রান্স মহিলা। তবে স্বপ্নিলের চেয়ে সাইশা শিন্ডে নামে ডাকার পক্ষপাতী সে। ফ্যাশন ওয়ার্ল্ডে প্রবেশ করার পরই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে সেইসবে কান না দিয়ে এই ট্রান্স ডিজাইনার মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধুর ফাইনাল গাউন ডিজাইন করে গোটা দুনিয়াকে তাজ্জব করে দিয়েছেন। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ২১ বছর পর দেশের মুখ যেমন উজ্জ্বল করেছেন হারনাজ, তেমনি বিশ্বজুড়ে রূপান্ততরিত মহিলার শিল্পকর্মকেও তুলে ধরেছেন।
ডিপ ভি-নেকলাইনের ঝলমলে গাউন পরে ফাইনাল রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছিলেন এই দেশি গার্ল। গাউনটি সম্পর্কে বলতে গিয়ে সাইশা জানিয়েছেন, একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিস ইন্ডিয়ার কাছ থেকে দেশের অনেক প্রত্যাশা থাকেষ মার্জিত, শৌখিন দেখানোর পাশাপাশি গাউনটিও হতে হবে সূক্ষ্ম কাজ ও অভিনব। তার সঙ্গে একটি শক্তিশালী বার্তা প্রদানও করা হয়েছে। নিজে একজন নারীতে রূপান্তরিত হওয়ার কারণে এই ট্রেন্ডটাই আমার কাছে ব্র্যান্ড হয়ে গিয়েছে।
সূক্ষ্ম হাতের কাজ করা এমব্রয়ডারি, পাথর ও সিক্যুইন দিয়ে তৈরি করা হয়েছিল এই সুন্দর গাউনটি। হারনাজ স্থায়ীত্বতে বিশ্বাসী। তাই আমার স্টুডিয়োতে পড়ে থাকা এমব্রয়ডারির সামগ্রীর মাধ্যমে ফাইনাল গাউন তৈরি করা হয়েছিল। এছাড়া হারনাজের রক্তে রয়েছে পঞ্জাবি রুট। তাই সেই বার্তাকে মঞ্চস্থ করতে গাউনে সুন্দর সুন্দর ফুলকারির নিদর্শন রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন সাইশা।