Sara Tendulkar: ফ্যাশন দুনিয়া পা রাখলেন সচিন-কন্যা! খাকি মিনি ড্রেসে নজর কাড়লেন সারা

নিজের কেরিয়ার গড়তে এবার ফ্যাশন ওয়ার্ল্ডে পা রাখলেন সারা। ইন্সটাগ্রামে প্রথমবার প্রোমোশন মডেলিংয়ের ভিডিয়ো শেয়ার করতেই সাড়া ফেলে দিয়েছেন তিনি।

Sara Tendulkar: ফ্যাশন দুনিয়া পা রাখলেন সচিন-কন্যা! খাকি মিনি ড্রেসে নজর কাড়লেন সারা
সচিন-কন্যা সারা তেন্ডুলকর
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 9:24 AM

কোন পেশাকে তিনি বেছে নেবেন, ব্যাক্তিগত জীবনে কে তাঁর সঙ্গী এই নিয়ে সচিন-কন্যার সমালোচনা কম হয়নি! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন সারা তেন্ডুলকর। কারণ একটি আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের মাধ্য়মে মডেল জগতে পা রেখেছেন এই সুন্দরী কন্যা। ইন্সটাগ্রামে সেই প্রোমোশনাল ছবি পোস্টও করেছেন তিনি। আর তারপর থেকে ফ্যাশন জগতে খবরের তালিকায় শীর্ষে রয়েছেন সারা।

পোস্টটিতে দেখা গিয়েছে, একটি খাকি রঙের মিনি ড্রেসে মডেলের মত পোজ দিয়েছেন। ফটোশ্যুটের জন্য এই অসাধারণ দেখতে পোশাকটি বেছে নিয়েছিলেন তিনি। ইন্সটাগ্রামে ওই ফটোশ্য়ুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সারা।

ক্রিকেট জগতের কিংবদন্তি প্লেয়ার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ড্ুলকর সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যাও বেশ অনেক। নিজের কেরিয়ার গড়তে এবার ফ্যাশন ওয়ার্ল্ডে পা রাখলেন সারা। ইন্সটাগ্রামে প্রথমবার প্রোমোশন মডেলিংয়ের ভিডিয়ো শেয়ার করতেই সাড়া ফেলে দিয়েছেন তিনি। এক আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের হাত ধরে গুটি গুটি পায়ে মডেলিং-এর মতো গ্ল্যামারাস জগতে প্রবেশ করলেন সারা। সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিয়োতে রয়েছেন আরও দুই মডেল। বলিউড অভিনেত্রী বনিতা সান্ধু ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তানিয়া শ্রফ। সারা ভিডিয়ো পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

বিভিন্ন ইভেন্ট চোখ ধাঁধানো রূপের ঝলকে নানান পোশাকে নিজেকে মেলে ধরতে দেখা গিয়েছে সারাকে। স্নিগ্ধ ও মিষ্টি হাসির সৌন্দর্যে যে কোনও পোশাকই তাঁকে খুব সুন্দর করে মানিয়ে যায়। সারা পছন্দের এই সেলফ পোট্রেটের ওয়েবসাইটটিতে একবার সার্চ করে দেখতে পারেন। স্ট্রেচ ক্রেপ অফ-শোল্ডার মিনি ড্রেসটির দাম কত হবে তা জানতে ইচ্ছে করছে? ভারতীয় মুদ্রায় যার দাম মাত্র ১৭, ২৯৯টাকা।

আরও পড়ুন: