প্রকৃতির নিজস্ব নিয়ম রয়েছে। সকলে পোষ মানে না। আবার অনেক প্রাণী খুবই বিশ্বস্ত। কুকুরের কথাই ধরা যাক। একবার বশ মানা মানেই আমৃত্য়ু পাশে থেকে যাবে। তবে বিশ্বে এমন অনেক প্রাণীই রয়েছে যাঁদের মধ্যে লয়্যালটির অভাব বলা হয়। সেটা শুধুমাত্র তাদের পোষ মানার ক্ষেত্রে নয়, নানা দিক থেকেই। আবার বলা যায়, এই সমস্ত প্রাণী বিশ্বাসঘাতকও। মানুষের প্রতি নয়, বরং নিজের দলের মধ্যেও। বিচার করা হয় তাদের আচরণের ভিত্তিতেও।
সারা বিশ্বে অনেক প্রাণীই রয়েছে আচরণগত ভাবে যারা মনোগামী। অর্থাৎ এক পার্টনারেই সন্তুষ্ট থাকেন। মানুষের ক্ষেত্রে বেশির ভাগই এমন দেখা যায়। তেমনই ব্যতিক্রমও রয়েছে। পলিগমাস মানুষও রয়েছেন। যাঁরা এক পার্টনারে সন্তুষ্ট হন না। বন্য প্রাণীদের ক্ষেত্রেও এমনটা রয়েছে। তেমনই কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক।
সাদা শেয়াল-এই প্রাণীরও বিভিন্ন ধরন রয়েছে। কোনওটা বাদামী রঙের আবার কোনওটা ধূসর। তেমনই সাদা রঙের শেয়ালও দেখা যায়। সাদা রঙের এই শেয়ালের একটি মাত্র সঙ্গী থাকে না। তাঁরা বিভিন্ন পার্টনারকেই বেছে নেন। তাদের কোনও এক পার্টনার থাকে না। সঙ্গমের ক্ষেত্রে ভিন্ন পার্টনার।
কালো রাজহাঁস-যদিও বলা হয়ে থাকে কালো রাজহাঁস মনোগামি, তবে একাধিক পার্টনারও দেখা যায়। এটা শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলা রাজহাঁসের ক্ষেত্রেও। এর পাশাপাশি বোয়ারবার্ড, শিম্পাঞ্জি, ডলফিন, ইউরোপিয়ান খরগোশ। এমনকি বনের রাজা সিংহয়ের ক্ষেত্রেও এমনটা বলা হয়ে থাকে। তারা বিভিন্ন পার্টনারের সঙ্গেই সঙ্গমে লিপ্ত হয়।