Monsoon: জামাকাপড় ধুলেও নতুন সমস্যা! বর্ষায় দুর্গন্ধ থেকে বাঁচুন এই উপায়ে…

Life Style Tips: কড়া রোদে জামাকাপড় শুকোনো আর বদ্ধ ঘরে বা অন্য উপায়ের মধ্যে বিস্তর ফারাক। কেমন একটা গন্ধ থেকে যায়। যা রোদে শুকোলে হয় না। বর্ষাকালে রোদের দেখা মিলবেই এর নিশ্চয়তা নেই।

Monsoon: জামাকাপড় ধুলেও নতুন সমস্যা! বর্ষায় দুর্গন্ধ থেকে বাঁচুন এই উপায়ে...
Image Credit source: CANVA

Jun 18, 2025 | 11:17 PM

বৃষ্টি না হলে যেমন সমস্যা তেমনই হলেও সমস্যা। জামাকাপড় শুকোনোর জায়গা নিয়ে একটা চিন্তা থাকেই। ব্যালকনি কিংবা ঘরেও অনেক সময় ফ্যান চালিয়ে শুকোনো হয়। আবার ওয়াশিং মেশিনেও ড্রায়ার থাকে। কিন্তু সব ক্ষেত্রেই একটা সমস্যা থেকেই যায়। কড়া রোদে জামাকাপড় শুকোনো আর বদ্ধ ঘরে বা অন্য উপায়ের মধ্যে বিস্তর ফারাক। কেমন একটা গন্ধ থেকে যায়। যা রোদে শুকোলে হয় না। বর্ষাকালে রোদের দেখা মিলবেই এর নিশ্চয়তা নেই। তবে পোশাকের এই গন্ধ দূর করার উপায় খুঁজে দেখা যেতেই পারে।

এই পাঁচটি উপায় চেষ্টা করে দেখবেন নাকি?

  1. যদিও ওয়াশিং মেশিন ব্যবহার করেন, তাতে পোশাক ধোয়ার সময় ডিটার্জেন্ট পাওডারের সঙ্গে ব্যবহার করুন বেকিং পাওডার এবং সাদা ভিনিগার। প্রাকৃতিক ভাবে জামাকাপড়ের গন্ধ দূর করতে সাহায্য করা যায় এই উপায়ে।
  2. জামাকাপড় ভালো করে শুকোতে দিন। তাড়াহুড়ো করে, বা পুরোপুরি শুকোনোর আগেই তা আলমারিতে রেখে দেবেন না। যদি মনে হয়, পুরোপুরি শুকোয়নি, ফ্যানের নীচে রেখে, ইস্ত্রি করে তারপর রাখতে পারেন।
  3. আলমারিতে জামাকাপড় রাখার পাশাপাশি ন্যাপথলিন রেখে দিন। এর ফলে জামাকাপড়ের দুর্গন্ধ থাকবে না। বরং, পোশাক তরতাজা রাখতেও সাহায্য করে।
  4. রোদ উঠলে, পরিস্থিতি বুঝে অন্তত কিছুক্ষণের জন্য তা রোদে দিন। এর ফলে পোশাকে ফাঙ্গাস কিংবা কোনও ব্যাকটেরিয়া থাকলেও ঠিক হয়ে যাবে। এর ফলে দুর্গন্ধও থাকবে না।
  5. এর পাশাপাশি অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফ্যাবরিক স্প্রে-ও ব্যবহার করতে পারেন। যদি নিয়মিত জামাকাপড় ধোয়ার ক্ষেত্রে সমস্যা থাকে, তা হলে এই স্প্রে ব্যবহার করতে পারেন। যা বাজারে সহজেই কিনতে পাওয়া যায়। এতে জামাকাপড় দুর্গন্ধ এবং জীবানুমুক্ত রাখা যেতে পারে।