AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aditi Rao Hydari: এশিয়ান হোক বা দক্ষিণ ভারতীয়, সুস্বাদু খাবার পেলেই ডায়েট ভুলে হামলে পড়েন এই বলি-নায়িকা!

Food Lover : খাবারের প্রতি এমন দুর্বলতা না থাকলে ফুড ডায়েরি হিসেবে খাবার পোস্ট করা সম্ভব নয়। দক্ষিণ ভারতীয় হোক বা এশিয়ান ফুড, সুস্বাদু খাবারের অন্ধভক্ত হলেন এই পদ্মাবত নায়িকার।

Aditi Rao Hydari: এশিয়ান হোক বা দক্ষিণ ভারতীয়, সুস্বাদু খাবার পেলেই ডায়েট ভুলে হামলে পড়েন এই বলি-নায়িকা!
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 12:20 AM
Share

কাজের জন্য বাইরে থাকা হোক বা বাড়িতে বসে থাকা হোক না কেন, আমরা যা কিছুই খাবার হিসেবে বেছে নিই না কেন, তা মানসিক দিকে থেকে কতটা সন্তুষ্ট হওয়া যাবে, তার উপর নির্ভর করা হয়। যে খাবারই আমরা বেছে নিই, তা প্রায়শই আমাদের মেজাজ বা মুডের উপর তা প্রভাব ফেলে। অনেকের ধারণা, সাধারণ মানুষের মত সেলেব্রিটি ততটা ফুডি হোন না। কড়া ডায়েটের ফলে অনেক পছন্দের খাবারও বাদ দিতে হয়। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন অদিতি রাও হায়দারি। সেখানে একটি পাউরুটির টুকরোতে একটি ডিমের পোচের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘প্রেটি পোচ’! হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন “শুট ডায়েরি”।

বর্তমানে বহু অভিনেত্রীই নিজের পছন্দের খাবার খেতে দ্বিতীয়বার ভাবেন না। সুস্বাদু মালাবাড়ি ভোজ দেখে জাস্ট ঝাঁপিয়ে পড়েছিলেন একবার। নরম তুলতুলে টেক্সচার ও স্বাদে তিনি যে মুগ্ধ তা এই পোস্ট দেখেই বোঝা গিয়েছে। ট্রিটে কী কী ছিল! মিনি মালাবার পরোটা, পানিয়ারম, মশলা দিয়ে তৈরি পদ্মমূলের চিপস, খাস্তা নাল্লা করম পডি ক্র্যাকার ও বাটি বীটের পাচাদি। এগুলি ছাড়াও ছিল কারিপাত দিয়ে সজ্জিত পিপার রোস্ট মাশরুম। ইন্সটার পোস্টে তিনি ক্যাপশনে লিখেছেন ‘সুস্বাদু খাবার’!

ভাবছেন একজন অভিনেত্রী কীভাবে এতকিছু খেতে পারেন! যাঁরা ভোজনরসিক, তাঁরা পছন্দের খাবার দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়েন। একটি অনুষ্ঠানে এমনই একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। সেখানে গি করম দোসা পরিবেশিত হচ্ছিল। ভাবা হয়েছিল ডায়েটের কথা ভেবে হয়তো একটি দোসা খাবেন। কিন্তু সেখানে পর পর বেশ কয়েকটি সাবাড় করেদিয়েছিলেন অদিতি। প্লেট এমন পরিস্কার করে খেয়েছিলেন যে সুস্বাদু করম পোড়ির গুঁড়ো দিয়ে একটি স্মাইলি এঁকেছিলেন। আর সেই ছবিও তিনি ইন্সটাতে পোস্ট করতে ভোলেননি।

খাবারের প্রতি আলাদাই একটি টান রয়েছে সুন্দরী অদিতির। এবার এশিয়ান খাবারের ডায়েরির একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। স্প্রেড ডিম সামস ও সুশি। সঙ্গে ফ্রায়েড লোটাস স্টিমস, তুলতুলে বাওস ও স্টির-ফ্রায়েড নুডলস। ক্যাপশনে অদিতি লিখেছিলেন, এশিয়ান ডিলাইট। সঙ্গে অ্যাড করে বলেছিলেন, ‘ছুট্টি (হলিডে)= টিম লাঞ্চ ডেট’। প্রসঙ্গত খাবারের প্রতি এমন দুর্বলতা না থাকলে ফুড ডায়েরি হিসেবে খাবার পোস্ট করা সম্ভব নয়। দক্ষিণ ভারতীয় হোক বা এশিয়ান ফুড, সুস্বাদু খাবারের অন্ধভক্ত হলেন এই পদ্মাবত নায়িকার।

আরও পড়ুন: Recipe: যত বড়ই হোক না কেন, উইকেন্ডে জমিয়ে রাধুন বোয়াল মাছের মালাই কোপ্তা!