শরীরে বাড়ছে এই হরমোন? এখনই সাবধান হন, না হলে বিপদ এড়াতে পারবেন না

ছোটবেলায় যে হরমোন আপনার শরীরকে সঠিক কাঠামো দিতে, আপনার হাড়কে শক্ত-পোক্ত করার কাজে লাগে, সেই হরমোনই বড় বেলায় বিপদ ডাকতে পারে।

শরীরে বাড়ছে এই হরমোন? এখনই সাবধান হন, না হলে বিপদ এড়াতে পারবেন না

|

Apr 11, 2025 | 8:13 PM

ছোটবেলায় যে হরমোন আপনার শরীরকে সঠিক কাঠামো দিতে, আপনার হাড়কে শক্ত-পোক্ত করার কাজে লাগে, সেই হরমোনই বড় বেলায় বিপদ ডাকতে পারে। হ্যাঁ, চিকিৎসকরা কিন্তু বলছেন এমনই।

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। আমাদের মস্তিষ্কে থাকা পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন নিসৃত হয়। যা কিনা আমাদের দেহের কাঠামো তৈরিতে সাহায্য করে অর্থাৎ এই গ্রোথ হরমোনের ফলেই শরীরের লম্বা-চওড়া নির্ভর করে। এমনকী, হাড়ের শক্তপোক্ত হওয়াও নির্ভর করে এই গ্রোথ হরমোনের উপর। ছোটবেলায় যদি এই হরমোন সঠিক পরিমাণে নিসৃত না হয়, তাহলে শিশুর গ্রোথ স্লথ হয়ে যায়।

আবার প্রাপ্তবয়স্কে এই গ্রোথ হরমোনের পরিমাণ শরীরে বৃদ্ধি পেলে, হিতে বিপরীত হতে পারে। যেমন, পায়ে বা হাতে হাড় বৃদ্ধি পেতে পারে। ফলে প্রচণ্ড ব্যথা হতে পারে। এমনকী, চিকিৎসা বলছেন হাড় ভঙ্গুরও হতে পারে। শুধু তাই নয়, হৃদপিণ্ডের সমস্যাও হতে পারে।