AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Hair Tips: সারারাত মাথায় তেল লাগিয়ে রাখা চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর? জেনে নিন বিস্তারিত

Hair Oiling Tips: চুল সুস্থ ও ঝলমলে রাখতে হেয়ার অয়েলিং করা উচিত। একদিকে কেউ কেউ চুলে এক থেকে দুই ঘণ্টা তেল লাগিয়ে তারপর শ্যাম্পু করেন, অন্যদিকে কেউ কেউ সারারাত চুলে তেল রেখে পরের দিন শ্যাম্পু করেন। সারারাত চুলে তেল দিয়ে ঘুমানোর উপকারিতা বা অপকারিতা জেনে নিন।

Healthy Hair Tips: সারারাত মাথায় তেল লাগিয়ে রাখা চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর? জেনে নিন বিস্তারিত
প্রথমে শ্যাম্পু করে নিন। তারপর চুলে তেল মাখুন। এতে গোড়ায় পুষ্টি পৌঁছাবে।
| Updated on: Jul 05, 2024 | 8:14 PM
Share

চুলে তেল দেওয়া খুব উপকারী। মা-দিদিমারা আমাদের হেয়ার অয়েল লাগানোর পরামর্শ দিতেন। যদিও বর্তমান প্রজন্ম এর সম্পূর্ণ বিপরীত। একদিকে যেখানে মানুষ চুলে তেল লাগানোর উপকারিতার কথা বলে, অন্যদিকে বেশিরভাগ মানুষই চুলে তেল লাগাতে একেবারেই পছন্দ করেন না। চুলে তেল লাগানো একটি চমৎকার চুলের যত্নের রুটিন। এমনকি আপনি যখন চুল কাটার জন্য পার্লারে যান, তারা আপনাকে আপনার চুলে তেল লাগাতে বলে। তবে এর পাশাপাশি, বেশিরভাগ মানুষই গ্রীষ্ম বা বর্ষায় চুলে তেল লাগাতে পছন্দ করেন না, কারণ তাদের মনে হয় এতে আরও গরম হয়। কেউ কেউ সারারাত চুলে তেল লাগালেও পরদিন সকালে চুল ধুয়ে ফেলুন। আসুন জেনে নিই এটা করা উপকারী নাকি ক্ষতিকর।

চুল সুস্থ ও ঝলমলে রাখতে হেয়ার অয়েলিং করা উচিত। একদিকে কেউ কেউ চুলে এক থেকে দুই ঘণ্টা তেল লাগিয়ে তারপর শ্যাম্পু করেন, অন্যদিকে কেউ কেউ সারারাত চুলে তেল রেখে পরের দিন শ্যাম্পু করেন। সারারাত চুলে তেল দিয়ে ঘুমানোর উপকারিতা বা অপকারিতা জেনে নিন।

সারারাত চুলে তেল দিয়ে ঘুমানোর উপকারিতা

১. কন্ডিশনার- চুলে তেল লাগিয়ে রাতভর ঘুমোলে চুল ভাল পুষ্টি পায়। তাই নারকেল, অলিভ এবং আর্গান অয়েল ব্যবহার করতে পারেন। তাহলে চুল সিল্কি এবং চকচকে দেখাবে।

২. মাথার ত্বকের সমস্যা দূর হয়- মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং রক্ত ​​সঞ্চালন বাড়াতে রাতে চুলে তেল লাগান। এর পাশাপাশি রক্ত ​​সঞ্চালন বাড়াতে মাথার ত্বকে ম্যাসাজ করুন। তেল লাগালে মাথার ত্বকের শুষ্কতাও কমে যায়। অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য-সম্পন্ন তেল মাথায় লাগান। তাহলে মাথার ত্বকের সংক্রমণ এবং চুলকানি দূরে থাকবে।

৩. চুলের বৃদ্ধিতে সাহায্য করে- চুলে তেল দিলে চুলের বৃদ্ধি ভাল হয় কি না, সে সম্পর্কে কোনও প্রমাণ নেই। তবে চুলে তেল লাগালে চুলের স্বাস্থ্য অবশ্যই ভাল হতে পারে।

সারারাত চুলে তেল দিয়ে ঘুমানোর অপকারিতা

সারারাত চুলে তেল দিয়ে চুল চিটচিটে হয়ে যায় এবং মুখে ব্রণ দেখা দিতে পারে।