
অনেক পুরুষই দেখবেন বন্ধু মহলে হিট। ঝটপট নারীদের মন জিতে, মহিলা মহলে সুপারহিট। সাধারণ চেহারা নিয়েও, মেয়েদের দুমদাম প্রেমে ফেলছেন। তাঁদের মধ্যে রয়েছে অদ্ভুত এক ম্য়াজিক। হ্য়াঁ, আমাদের আশপাশে রয়েছেন এমনই কিছু পুরুষ মানুষ, যাকে একবার দেখলেই মনে দাগ কেটে যায়। নাহ শুধুই তাঁর সুন্দর চেহারার জন্য নয়, বরং টোটালেই ধামাল!
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ম্য়াজিক তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। বরং নিয়ম করে, কিছু নিয়ম মানলে আপনিও হয়ে উঠতে পারেন সেরা পুরুষ। কীভাবে?
১) প্রথমেই পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিন। দুমাসে একবার চুল কাটুন। ক্লিন সেভ থাকুন। যদি দাড়ি রাখেন তো, তাহলে ট্রিম করুন।
২) পরিষ্কার জামা কাপড় পরুন। সঙ্গে পরুন পরিষ্কার জুতো। অনুষ্ঠানের কথা মাথায় রেখেই পোশাক নির্বাচন করুন।
৩) স্বল্পভাষী হন। বিনা প্রয়োজনে কথা বলবেন না। অল্প কথা হন, বেশি শুনুন। সম্মান করুন মেয়েদের। চেষ্টা করুন তাঁদের সঙ্গে মিষ্টিভাবে কথা বলার। এর মধ্যে দিয়েই আপনার কেয়ারিং ইমেজ প্রকাশ পাবে।
৪) অযথা হাসবেন না। এতে নিজের ইমেজ খারাপ হয়। বরং হাসির ব্যাপারে একটু মেপেজুকে।
৫) ভালো পারফিউম ব্যবহার করুন। এতে আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। একটা রেশ থেকে যাবে আপনার।