শরীরে এসব ঘটলেই অল্প বয়সে পাকবে চুল-দাড়ি, মাথা পুরোটা সাদা হওয়ার আগেই পড়ে নিন
খুব অল্প বয়সেই ছেলেমেয়েদের মাথায় পাকা চুল। কখনও ভেবে দেখেছেন, এমন কেন হয়? ডাক্তার লুজার ফাঁস করলেন গোপন তথ্য।

বয়স বাড়লেই নাকি চুল, দাড়ি পেকে যায়। কিন্তু ইদানীং দেখা যায় খুব অল্প বয়সেই ছেলেমেয়েদের মাথায় পাকা চুল। কখনও ভেবে দেখেছেন, এমন কেন হয়? ডাক্তার লুজার ফাঁস করলেন গোপন তথ্য।
মেলালিন যার জন্য় চুলের রং কালো হয়। চুলের গোড়ায় রয়েছে মেলানোসাইট। সেখান থেকেই এই মেলালিন তৈরি হয়, যার জন্য চুল বা দাড়ির রং কালো হয়। বয়সের সঙ্গে সঙ্গে এই মেলানোসাইট এবং যে স্টেম সেল থেকে মেলানোসাইট তৈরি করে, সেই কোষগুলির সংখ্যা কমতে থাকে। সেই কারণেই আস্তে আস্তে মেলালিনও কমতে থাকে এবং চুল বা দাড়ি পাকতে শুরু করে।
এবার প্রশ্ন আসতেই পারে, অল্প বয়সে কেন চুল বা দাড়ি পেকে যায়?
এই খবরটিও পড়ুন
এই প্রশ্নের উত্তরও দিয়েছেন, ডাক্তার লুজার। তাঁর কথায়, এর নেপথ্য়ের প্রধান কারণই হল জেনেটিক। জিনে প্রথম থেকেই মেলানোসাইটের সংখ্যা কম ছিল। আগে আগে শেষ হয়ে গিয়েছে। তাই আগে আগে চুল পেকে যাচ্ছে। কিংবা বিভিন্ন ভিটামিনের ঘাটতিতেও চুল পেকে যায়। এছাড়া যাঁরা অতিরিক্ত স্ট্রেস নেন, তাঁদেরও চুল পেকে যায়। মানসিক চাপ বাড়তে থাকলে, আমাদের চুলও পাকতে শুরু করে।





