ফ্ল্যাটের বারান্দায় সাধের বাগান করতে চান? মাথায় রাখুন এই ৫ বিষয়

তবে জানেন কি? কয়েকটা জিনিস মাথায় রাখলেই খুব সহজেই, খুব কম খাটনিতে ছোট্ট বারান্দায় মনভালো এক বাগান তৈরি করতে পারেন।

ফ্ল্যাটের বারান্দায় সাধের বাগান করতে চান? মাথায় রাখুন এই ৫ বিষয়

|

Jul 31, 2025 | 8:38 PM

ফ্ল্যাট ছোট হওয়ায়, সাধ থাকলে, সুন্দর বাগানের শখপূরণ হয় না। একফালি বারান্দায়, গাছ রাখলেও, কয়েকদিনেই তা শুকিয়ে মরে যায়। তবে জানেন কি? কয়েকটা জিনিস মাথায় রাখলেই খুব সহজেই, খুব কম খাটনিতে ছোট্ট বারান্দায় মনভালো এক বাগান তৈরি করতে পারেন।

১) প্রথমেই মাথায় রাখুন। আপনার বারান্দার আয়তন বুঝেই টবের সংখ্যা নির্বাচন করুন। গাছ পছন্দ করেন বলেই, একাধিক টব রাখবেন না।
২) কয়েকটি ফুল গাছ, যেমন, পিটুনিয়া, বোগানভলি রাখুন। রাখতে পারেন জবাও। আর বাদবাকি থাকুক বাহারি পাতার গাছ। এগুলো দেখতেও সুন্দর এবং খুব অল্প যত্নেও ভালো থাকে।
৩) টবে জল দেওয়ার পর বারান্দা ভেসে যায় মাটি মেশানো জলে। বরং টবের নিচে রাখুন প্লাসটিকের বাটি। জলে দেওয়ার পর সেই বাটি উলটে দিলেই সমস্যা হবে না।
৪) শুকনো পাতা জমতে দেবেন না। বরং গাছের গোড়ায় তা না রেখে ফেলে দিন। এতে গাছ ও বারান্দা দুই পরিষ্কার থাকবে।
৫) জায়গা কম থাকলে ঝুলন্ত টবও লাগাতে পারেন। এক্ষেত্রে যে গাছগুলি ঝুলে ঝুলে থাকবে তা নির্বাচন করুন।