পিৎজা গোল হলেও, বাক্স কেন চৌকো হয়, জানেন?

আকাশ মিশ্র |

Mar 17, 2025 | 8:44 PM

বেশ কয়েক বছর ধরেই পিৎজা খুবই জনপ্রিয় এদেশে। আট থেকে আশি সবার কাছেই বিকেলের টিফিন মানেই পিৎজা। বাজারে এসেছে নানাধরনের পিৎজাও।

পিৎজা গোল হলেও, বাক্স কেন চৌকো হয়, জানেন?
Image Credit source: Social Media

Follow Us

বেশ কয়েক বছর ধরেই পিৎজা খুবই জনপ্রিয় এদেশে। আট থেকে আশি সবার কাছেই বিকেলের টিফিন মানেই পিৎজা। বাজারে এসেছে নানাধরনের পিৎজাও। তবে এত তো পিৎজা খান, পিৎজা সম্পর্কে অনেক কিছু তো জানেন। কিন্তু এটা কি জানেন গোলাকার পিৎজার বাক্স কেন চৌকো হয়?

জানা যায়, পিচবোর্ড কেটে গোলাকার বাক্স তৈরি করাটা খরচা সাপেক্ষ। তারচেয়ে চৌকো আকারের বাক্স বানানোয় খরচা কম। সময় লাগে অল্প। সেই কারণেই গোলাকার না হয়ে, পিৎজার বাক্স হয় চৌকো।

গোলাকার বাক্স হোম ডেলিভারির ক্ষেত্রে যথেষ্ট সমস্যাদায়ক। যে বাক্সে বা ব্যাগে করে পিৎজা ডেলিভারি করা হয়, তাঁর ভিতর চৌকো বাক্স রাখাটা সুবিধাজনক।

দোকানে সঠিকভাবে পিৎজার বাক্স রাখার ক্ষেত্রে চৌকো আকারের বাক্স অনেক বেশি সুবিধাজনক। থাকে থাকে রাখতে সুবিধা হয় চৌকো বাক্স।

 

Next Article