শীতকালে গরম জলে স্নান করলে দ্রুত চুল পড়ে যায়?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 01, 2021 | 9:48 AM

শীতকালে একেবারে ঠাণ্ডা জলে স্নান না করতে পারলে ঈষৎ উষ্ণ জলে স্নান করুন। কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করবেন না।

শীতকালে গরম জলে স্নান করলে দ্রুত চুল পড়ে যায়?
প্রতিদিন গরম জলে স্নান আপনার ত্বক এবং চুলের ক্ষতি করে।

Follow Us

শীতকালে স্নান মানেই গরম জল মাস্ট। অথবা দিনের শেষে ক্লান্তি দূর করতে গরম জলে স্নানের আরামে অভ্যস্ত অনেকেই। কিন্তু প্রতিদিন গরম জলে স্নান আপনার ত্বক এবং চুলের ক্ষতি করে। বিশেষত শীতকালে প্রতিদিন গরম জলে স্নান করলে চুল পড়ে যাওয়ার সমস্যাও দেখা দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ ফুটন্ত গরম জলে স্নান না করাই ভাল। এতে দ্রুত হাতে চুল পড়ে যায়।

কীভাবে চুলের ক্ষতি করে গরম জল?

১) গরম জলে প্রতিদিন স্নান করলে স্ক্যাল্পের যে প্রাকৃতিক তেল তার নিঃসরণ বন্ধ হয়ে যায়। ফলে চুল অনেক বেশি শুষ্ক হয়ে যায়।

২) গরম জল প্রতিদিন মাথায় ঢাললে তালু শুষ্ক হয়ে যায়। এর ফলে খুশকির সমস্যা বাড়ে। ব়্যাশ থেকে চুলকানির সমস্যাও দেখা দেয়।

আরও পড়ুন, চুল বড় করার ঘরোয়া উপায় জেনে নিন

৩) চুলের গোড়া দুর্বল করে দেয় গরম জল। গোড়া থেকে দুর্বল হওয়ার ফলে চুল ঝরে যায়।

৪) প্রতিদিন গরম জলে স্নান করলে চুলের গঠন নষ্ট হয়ে যায়। ফলে আঁচড়াতে গেলেই চুল ভেঙে যাওয়ার সম্ভবনা প্রবল।

আরও পড়ুন, রোয়া পদ্ধতিতে কম্বিনেশন চুলের যত্ন নেবেন কীভাবে?

অন্যদিকে ঠাণ্ডা জলে স্নান করলে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নিঃসরণ বন্ধ হয় না। চুল অনেক বেশি আর্দ্র থাকে। ফলে আলাদা উজ্জ্বলতা ধরা পড়ে। ঠাণ্ডা দল মাথায় পড়লে রক্ত সঞ্চালনও ভাল হয়। ফলে চুল গোড়া থেকে মজবুত থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ শীতকালে একেবারে ঠাণ্ডা জলে স্নান না করতে পারলে ঈষৎ উষ্ণ জলে স্নান করুন। কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করবেন না। এতে আপনারই ক্ষতি।

Next Article