ইয়ো ইয়ো হানি সিং…। তাঁর গান শুনলে মনে হয় না, এত্ত এনার্জেটিক, ফুরফুরে মেজাজের মানুষ। বিখ্যাত ব়্যাপার হানি সিং এখনও ভুলতে পারেন না সেই তিক্ত দিনগুলো। নিজের সঙ্গে নিজের লড়াই যে কত কঠিন, ভাবলেও শিউরে ওঠেন। সম্প্রতি একটি ওটিটি প্লাটফর্মে তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্রে এমন অনেক কথাই বলেছেন হানি সিং।
বাইপোলার ডিজঅর্ডার এবং আরও নানা মানসিক সমস্যায় ভুগছিলেন হানি সিং। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘ইয়ো ইয়ো হানি সিং’- একটি ঘটনা তুলে ধরেন। একবার শাহরুখ তাঁকে আমেরিকা ভ্রমণের সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কাজের প্রচণ্ড ব্যস্ততা থাকলেও শাহরুখের কথা ফেলেননি। সেই টুরে গিয়ে পারফর্ম করার মতো মানসিকতাতেই ছিলেন না হানি সিং। কিন্তু পেশার তাগিদে বাধ্য হয়েছিলেন শো করতে।
হানি সিং বলেন, ‘ধীরে ধীরে নানা সমস্যা বাড়তে থাকে। অদ্ভূত অদ্ভূত সব ঘটনা ঘটছিল আমার সঙ্গে। মনে হচ্ছিল, কেউ আমাকে ধ্বংস করে দিতে চায়। মনে হত, কেউ আমার বিরুদ্ধে কেস করবে। আমার সঙ্গে কী হচ্ছিল, নিজেই বুঝে পাচ্ছিলাম না।’ তিনি আরও বলেন, ‘কেউ একজন গুজবও ছড়িয়েছিল, যে শাহরুখ খান আমাকে চড় মেরেছে। ওই মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে। ও আমাকে এটা করতেই পারে না। আসলে ৯ বছর আগে কী হয়েছিল সেটা বলছি।’
সে সময় এতটাই রাগে ভুগতেন, হাতের সামনে যা পেতেন, ছুড়ে মারতেন। নিজেই যেন নিজের উপর অত্যাচার করতেন। হানি সিংয়ের কথায়, ‘এটা বাইপোলার ডিজঅর্ডার। মানসিক অন্য সমস্যাও ছিল। এর ফলে নানা রকমের চিন্তাও হত। নিজের উপর নিয়ন্ত্রণ থাকত না। প্রত্যেকটা দিন মৃত্যুর কামনা করেছি।’