সাবধান! গরম মানেই এই তিন রোগের শিকার আপনার সন্তান, কী বলছেন ডাক্তার?

চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। চড়া রোদে একেবারেই হাল খারাপ সবার। চিকিৎসকরা বলছেন, গরমকালে স্বাস্থ্যের দিকে একটু বেশিই নজর দিতে হয়, কেননা, এই সময়ই এমন কিছু রোগের প্রকোপ বেড়ে যায়, যার ফলে বিপদ ঘটে যেতে পারে।

সাবধান! গরম মানেই এই তিন রোগের শিকার আপনার সন্তান, কী বলছেন ডাক্তার?

|

Apr 15, 2025 | 5:21 PM

চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। চড়া রোদে একেবারেই হাল খারাপ সবার। চিকিৎসকরা বলছেন, গরমকালে স্বাস্থ্যের দিকে একটু বেশিই নজর দিতে হয়, কেননা, এই সময়ই এমন কিছু রোগের প্রকোপ বেড়ে যায়, যার ফলে বিপদ ঘটে যেতে পারে। চিকিৎসকরা বলছেন, বিশেষ করে বাচ্চাদের দিকে এই সময় একটু বেশি খেয়াল রাখুন। এই সময় যে তিনটি রোগে বাচ্চারা সব থেকে বেশি আক্রান্ত হয়, তা হল হিট স্ট্রোক, টাইফয়েড এবং ডায়রিয়া।

এইমসের চিকিৎসক রাকেশ কুমারের কথায়, এই গরমে বাচ্চাদের হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। তাঁদের শরীর তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। সেই কারণেই রোদে বাচ্চারা অনেকক্ষণ থাকলে সমস্যা বাড়ে। এর ফলে শরীরের তাপমাত্রা দুম করে বেড়ে যাওয়ায় হিট স্ট্রোক হতে পারে। দুম করেই বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে।

এই সময় বাচ্চাদের টাইফয়েড হওয়ারও সম্ভাবনা থাকে। দূষিত জল বা বাসি খাবার খেলে, তা থেকে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর হয়।

এই গরমে ডায়রিয়া হওয়ারও সম্ভাবনা থাকে। যার ফলে পেট খারাপ, বমি হয়ে দেহে জলের পরিমাণ কমতে থাকে। ঠিক সময় বাচ্চার চিকিৎসা শুরু না হলে, অঘটনও ঘটতে পারে।

কী করবেন?

বাচ্চাকে নিয়ে বেশি রোদে না বের হওয়াই ভাল। প্রয়োজনে ছাতা, টুপি ব্যবহার করুন।

নজর রাখুন বাচ্চা যেন সঠিক পরিমাণে জল খায়। প্রয়োজনে বাড়িতে তৈরি শরবত খাওয়ান।

বাইরের খাবার এড়িয়ে চলুন। বাড়িতেও অতিরিক্ত তেল মশলা রান্না না খাওয়াই ভাল।

তরমুজ, শসা, জামরুল, পেয়ারা, এই ধরনের ফল খাওয়ান বাচ্চাকেও।

গরম থেকে শরীর খারাপ হলে, দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।