Himalayan Prayer Buddhist Flag: পাহাড়ে গিয়ে এই পতাকার সামনে অনেকেই ছবি তোলেন, জানেন এর আসল মানে কী?
Tibetan Buddhist Flag: এই পতাকাগুলি উঁচু পাহাড়ের চূড়ায় লাগানো হয়। এর মধ্যে থাকে প্রচুর মানুষের প্রার্থনা। বৌদ্ধরা বিশ্বাস করে, বাতাস এই পতাকার উপর মুদ্রিত প্রার্থনাগুলি পুরো জায়গা জুড়ে ছড়িয়ে দেয়। যা মানুষের জীবনে সুখ-শান্তি-প্রাচুর্য সৌহার্দ্য নিয়ে আসে।

পাহাড়-জঙ্গল-সমুদ্র, এর মধ্যে পছন্দ কোনটা বললে অনেককেই আছেন যাঁরা এক কথায় পাহাড় বলে চিৎকার করে উঠবেন। পাহাড়প্রেমী মানুষের সংখ্যা এই পৃথিবীতে সব থেকে বেশি বলেই মনে হয়। বছরের শুরু হোক বা শেষ, ছুটি কাটানো হোক বা মানসিক শান্তি, পাহাড়ের তুলনা পাহাড় নিজেই। এর প্রতি বাঁকে বাঁকে রয়ছে এক অপূর্ব সৌন্দর্য। প্রতিটি ঋতুতে পাহাড় সেজে ওঠে নিজের সাজে। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ যান পাহাড়ে ঘুরতে। তবে হিমালয়ে যাঁরা যান তাঁরা কখনো খেয়াল করেছেন পাহাড়ি জায়গায়-জায়গায় টাঙানো থাকে লাল-নীল-হলুদ সবুজ ছোট-ছোট পতাকা। এর সামনে দাঁড়িয়ে হয়ত ছবি তোলা হয় কিন্তু জানেন এই পতাকার আসল অর্থ কী?
পতাকার নাম ও বৈশিষ্ট্য
মূলত, হিমালয়ের উপত্যকায় এই ধরনের রঙ-বেরঙের পতাকা দেখা যায়। হাওয়ায় যা আরও বেশি করে সৌন্দর্য বাড়িয়ে দেয়। পতপত করে উড়তে থাকে। এই পতাকাগুলিকে ইংরেজিতে বলা হয় ‘উইন্ড হর্স’। তিব্বতিতে যাকে বলা হয় লুঙতা। পতাকাগুলির প্রতিটি রঙ প্রকৃতির এক-একটি উপাদানের প্রতীক।
কোন পতাকা কীসের প্রতীক?
পাহাড়ের কোলে নীল রঙের যে পতাকা দেখা যায়, তা বোঝায় আকাশকে। সাদা পতাকার অর্থ বাতাসকে। আবার লাল পতাকা নির্দেশ করে আগুনকে। সবুজ পতাকা মানে জল। আর হলুদের অর্থ হল পৃথিবী।
এই পতাকাগুলি উঁচু পাহাড়ের চূড়ায় লাগানো হয়। এর মধ্যে থাকে প্রচুর মানুষের প্রার্থনা। বৌদ্ধরা বিশ্বাস করে, বাতাস এই পতাকার উপর মুদ্রিত প্রার্থনাগুলি পুরো জায়গা জুড়ে ছড়িয়ে দেয়। যা মানুষের জীবনে সুখ-শান্তি-প্রাচুর্য সৌহার্দ্য নিয়ে আসে।
তবে শুধু রঙবেরঙের পতাকা নয়, আরও এক ধরনের পতাকা থাকে। বড় বড় সাদা রঙ হয়ে থাকে তার। আর লম্বা-লম্বা এই সাদা পতাকাগুলোকে বলে দাড়চোক বা দাড়চা। এই পৃথিবী ছেড়ে যাঁরা চলে গিয়েছেন এবং যাঁরা বাস করছেন তাঁদের সকলের সম্মান জানানোর জন্য পাহাড়ের কোলে এই পতাকা টাঙিয়ে রাখা হয়। দাড়চা হোক বা উইন্ড হর্স, পাহাড়ের উপর থেকে স্বর্গ-মর্ত্য আর হৃদয়কে এক সরলরেখায় আনে এই পতাকাগুলিই।
