
আমাদের রোজকার অভ্যাস, রোজকার কাজই জানিয়ে দেয় মনের কথা। আপনি ঠিক কী ধরনের মানুষ, তা বুঝে নেওয়ার জন্য আপনার রোজের কাজকর্মই যথেষ্ট। মনোবিদরা বলছেন, প্রত্যেকটি মানুষই একটা প্যাটার্নে আটকে থাকেন। আর সেই প্যাটার্নই হয়ে যায় মানুষকে চেনার মূল অস্ত্র। এই যেমন, আলমারি। কখনই কি আমরা ভেবে দেখেছি, যে এই আলমারিই দিয়ে দেবে আপনার মনের হদিশ। হ্য়াঁ, বিশেষজ্ঞরা বলছেন, আলমারির মধ্যে লুকিয়ে রয়েছে আপনার মনের ভাবনা। কীভাবে বুঝবেন?
১) আলমারিতে যাঁরা বহু পুরনো জামা কাপড়ও সুন্দর করে গুছিয়ে রাখেন, তাঁরা আসলে স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চান। পুরনো ফেলা আসা দিনগুলোকে বার বার মনে করতে চান। এই ধরনের মানুষ খুবই আবেগপ্রবণ হন।
২) অনেকেই প্রত্যেকটি আলাদা আলাদা রকম পোশাকের জন্য, আলাদা আলাদা জায়গা করে থাকেন। এই ধরনের মানুষ জীবনে নিয়ম মেনে চলতে পছন্দ করেন। তাঁদের সব কিছুই আগে থেকে প্ল্য়ান করা থাকে। খুবই প্র্যাকটিক্যাল মানুষ হয় এই ধরনের মানুষ।
৩) যাঁরা বার বার আলমারি গুছিয়ে নিজেই ঘেঁটে ফেলেন, তাঁরা সাধারণত জীবনকে খুব হালকা ভাবে দেখেন। কোনও টেনশনই নেন না। তবে আলমারি অগোছালো থাকলেও, এরাঁ কিন্তু মূহূর্তর জন্যে বাঁচেন।