নিউ নরমালে বিয়েবাড়ি, মাস্ক-কাজল-লিপস্টিকে চোখ ধাঁধানো লুক হোক আপনার
ছিমছাম লুকেই বাজিমাত করতে পারবেন আপনি।
এখন তো বিয়ের মরশুম। কিন্তু যেখানেই যান না কেন মাস্ক তো পরতেই হবে। তাই মেকআপের রীতিনীতিতে এসেছে সামান্য বদল। তবে চোখের মেকআপ আর লিপস্টিক কিন্তু সাজগোজের ক্ষেত্রে মাস্ট। বিয়ের অনুষ্ঠানে ট্র্যাডিশনাল পোশাকই থাকুক আপনার পছন্দের তালিকায়। শুধু যে শাড়িই পরতে হবে তেমন নয়, পছন্দসই লং কুর্তা, প্লাজো-কুর্তি, লেহেঙ্গা কিংবা স্কার্ট-ক্রপ টপও বেছে নিতে পারেন বিয়ের সন্ধেয় সাজের জন্য। তবে যাই পোশাক পরুন না কেন, মেকআপ হতে হবে মানানসই।
আই মেকআপ-
যেহেতু মাস্ক এখন আমাদের নিত্যসঙ্গী, তাই মুখের অনেকটা অংশই ঢাকা থাকে। সেক্ষেত্রে নজর দিন আই মেকআপের উপর। নিজের চোখকে সুন্দর ভাবে সাজানো সত্যিই একপ্রকার শিল্প। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। সারাবছর চোখের মেকআপের ক্ষেত্রে যা ব্যবহার করেন না, আচমকা একদিন সেটা ব্যবহার না করাই ভাল। যাঁরা কাজল পরতে ভালবাসেন তাঁরা শুধু কাজলই পড়ুন। আর যাঁরা কাজল-লাইনার দুইয়েই অভ্যস্ত তাঁরা দুটোই লাগান। রাতের অনুষ্ঠানে অবশ্যই চোখের মেকআপ হবে অবশ্যই গাঢ়। সেক্ষেত্রে পোশাকের সঙ্গে মানানসই আইশ্যাডো এবং মাস্কারা লাগাতে পারেন। সঙ্গে কাজল-লাইনার মাস্ট। আজকাল বিভিন্ন রঙয়ের কাজল পাওয়া যায়। সেইসবও ব্যবহার করতে পারেন। দিনের বেলায় গাঢ় করে কাজলই সাজগোজের জন্য যথেষ্ট। ছিমছাম লুকেই বাজিমাত করতে পারবেন আপনি।
ট্রেন্ড এখন ক্রেয়ন লিপস্টিক-
মাস্ক পরছেন তো কী হয়েছে? লিপস্টিক কিন্তু বাদ দিলে চলবে না। তবে লিকুইড লিপস্টিকের বদলে ক্রেয়ন ব্যবহার করাই ভাল। তাহলে লিপস্টক উঠে গিয়ে মাস্কে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ক্রেয়ন লিপস্টিক অনেকক্ষণ ঠোঁটে লেগে থাকে। দিনের বেলায় বেরোলে হাল্কা রঙয়ের লিপস্টিক লাগান। রাতের মেকআপে অবশ্যই থাকুক গাঢ় লিপস্টিক। যদি পোশাকের রঙ হাল্কা হয়, তাহলে গাঢ় লিপস্টিক পরুন।
ডিজাইনার মাস্ক-
মাস্ক এখন আমাদের সারাক্ষণের সঙ্গী। তাই ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এখন বাজার ছেয়ে গিয়েছে ডিজাইনার মাস্কে। বেনারসি কাপড়, জরির কাজ, এমব্রয়ডারি করা মাস্ক পরছেন অনেকেই। পোশাকের সঙ্গে ম্যাচ করে তাই কিনে ফেলুন পছন্দসই মাস্ক।