Propose Day: এই ৪ কায়দায় করুন প্রোপোজ, সঙ্গী হ্যাঁ করবেই!

আকাশ মিশ্র |

Feb 08, 2025 | 1:48 PM

সঙ্গীর মন জিতে নিতে ইয়ংজেনরা খুঁজে বেড়ান নতুন নতুন কায়দা। সেই ইয়ংজেনদের জন্যই রিলেশনশিপ এক্সপার্টরা খুঁজে বার করল একেবারে নতুন ৪ কায়দা। যা মেনে চললে, সঙ্গী হ্যাঁ করবেই।

Propose Day: এই ৪ কায়দায় করুন প্রোপোজ, সঙ্গী হ্যাঁ করবেই!

Follow Us

আগের মতো চুপ করে ব্য়াগে চিঠি রাখলে আর চলবে না। কিংবা বন্ধুর সাহায্য নিয়ে প্রেমের প্রস্তাবও আজ একঘেয়ে। ফুল হাতে হাঁটু গেরে বসে প্রেমের প্রস্তাব ব্যাপারটাও বড্ড ফিল্মি। তাই সঙ্গীর মন জিতে নিতে ইয়ংজেনরা খুঁজে বেড়ান নতুন নতুন কায়দা। সেই ইয়ংজেনদের জন্যই রিলেশনশিপ এক্সপার্টরা খুঁজে বার করল একেবারে নতুন ৪ কায়দা। যা মেনে চললে, সঙ্গী হ্যাঁ করবেই।

১)আই লাভ ইউ। প্রেমের এই ম্যাজিক শব্দ সবচেয়ে বেশি জনপ্রিয়। তবুও এখনও প্রেম নিবেদনে এই তিন শব্দের ব্যবহার সবার আগে আসে। তবু একটু ট্রেন্ড পালটে, এবার না হয়, আই লাভ ইউ ছেড়ে অন্য কিছু বলে ফেলুন। অন্য ভাষাতেই না হয় মনের কথা বলে ফেলুন। ফরাসি, চাইনিজ, কিংবা জাপানি হলেও ক্ষতি নেই ৷ গুগল ট্রান্সলেটরে গিয়ে চটপট জেনে ফেলুন ‘আই লাভ ইউ’-এর জাপানি কিংবা স্প্যানিস। ব্যস,প্রিয়জনকে চমকে দিন। আর প্রেমিক বা প্রেমিকা যদি হয় ভিনদেশের হয়, তাহলে তাঁর দেশের ভাষাতেই করুন প্রেম নিবেদন। ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। কিংবা মনের কথা বলুন নিজের ভাষাতেই। প্রিয় মানুষকে বাংলাতেই জানিয়ে দিন আমি তোমাকে ভালবাসি। এর থেকে ভালো এক্সপ্রেশন কিন্তু আর নেই।

২) শুধু মুখে না বলে, সাদা কাগজে লিখেও প্রকাশ করতে পারেন আপনার প্রেম ৷ মনের মানুষকে চমকে দিতে, কাগজে বড় বড় করে লিখে ফেলুন 143 ৷ প্রেমিক বা প্রেমিকাকে আন্দাজ করতে দিন আপনি ঠিক কী লিখতে চেয়েছেন। চুপি চুপি করে জানিয়ে রাখি, এর মানে, 1 = I, 4= LOVE , 3= YOU ৷ তবে প্রেমিকাকে আগে থেকে এই রহস্য বলার দরকার নেই। দেখুন না, আপনার সঙ্গী কতটা সময় নেয়, প্রেমের অঙ্ক কষতে!

৩) কবিতা লিখুন নিজেই। ছন্দ মিলুক বা না মিলুক, কবিতার লাইনে যেন থাকে প্রিয় মানুষের নাম ৷ ব্যস দেখবেন এতেই আপনার প্রিয় মানুষ প্রেমে একেবারে হাবুডুবু খাবে। সঙ্গীকে বুঝতে দিন, আপনার জীবনের ছন্দে আপনার সঙ্গীই সব।

Next Article