AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনেক দিন পর রবিবার কোন বিশেষ খাবার খেলেন শিল্পা?

শিল্পা নিজেই জানিয়েছিলেন, সন্ধে সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া তাঁর দীর্ঘ দিনের অভ্যেস। দিনভর সব কিছুই খান, কিন্তু পরিমাপে অল্প। তবে রবিবার তাঁর ‘চিট ডে’।

অনেক দিন পর রবিবার কোন বিশেষ খাবার খেলেন শিল্পা?
শিল্পা শেট্টি।
| Updated on: Mar 14, 2021 | 8:31 PM
Share

তাঁর ফিটনেস দেখে রীতিমতো হিংসে করেন বলিউডের বহু নায়িকা (Actress)। অনেকে প্রকাশ্যেই বলেন। কেউ বা বলেন না। তিনি অর্থাৎ বলিউড (bollywood) অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty Kundra)। নিয়মিত যোগাভ্যাসে নিজেকে ফিট রাখেন। কিন্তু তিনি ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। বিশ্বাস না হলে, নিজেই দেখতে পারেন। কারণ জাঙ্ক ফুড খাওয়ার ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কচুরি জাতীয় কিছু খাচ্ছেন শিল্পা। তাঁর কথায়, “পানিপুরি, শিউপুরি, অনেক রকমের পুরি খেয়েছি। এটা একেবারে অন্য রকমের পুরি। আমার স্ট্রিট ফুড খেতে ভাল লাগে। এটার মধ্যে আলু আছে, চাটনি আছে…” বলেই আবার খাওয়ায় মন দেন তিনি।

রবিবার মানেই শিল্পার কাছে পরিবার। পারিবারিক সময়। প্রিয়জনদের সঙ্গে ছুটির দিনটা উপভোগ করতে চান তিনি। সকলেই ফ্যামিলি টাইম কাটাতে অনুরোধ করেছেন। ভিডিয়োর ক্যাপশনে শিল্পা লিখেছেন, ‘অনেকদিন পরে রবিবার রাজ কচুরি খাচ্ছি। গরম, ঝাল ঝাল, মিষ্টিও রয়েছে।’ রাজ কচুরি খেয়ে মুগ্ধ শিল্পা। তাঁর স্বামীর নাম রাজ কুন্দ্রা। এই ভিডিয়োর ক্যাপশনেই তিনি মজা করে লিখেছেন, ‘রাজ দিয়ে শুরু যে কোনও জিনিসই ভাল, তাই না’, রাজ কুন্দ্রাকে ট্যাগও করেছেন তিনি।

আরও পড়ুন, গোপনে নেহার ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাইলেন একতা!

শিল্পা নিজেই জানিয়েছিলেন, সন্ধে সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া তাঁর দীর্ঘ দিনের অভ্যেস। দিনভর সব কিছুই খান, কিন্তু পরিমাপে অল্প। তবে রবিবার তাঁর ‘চিট ডে’। অর্থাৎ সপ্তাহ শেষে ছুটির দিনে আর ডায়েটের তোয়াক্কা করেন না। এই একটা দিন মিষ্টি হোক বা জাঙ্ক ফুড, সবই থাকে তাঁর মেনুতে। তবে যোগাভ্যাসের রুটিনে কোনও বিরতি দেন না তিনি। আর সেটাই তাঁর সুস্থ থাকার চাবিকাঠি।